বাংলার খবর২৪.কম : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আজ। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় রুয়েটের বিভিন্ন ভবনে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। বুধবার বিকেলে রুয়েট উপাচার্য মোহাম্মদ রফিকুল আলম বেগ এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য প্রার্থীদের তালিকা এরই মধ্যে প্রশাসনিক ভবনের নোটিশ বোর্ড এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। ভর্তি পরীক্ষার সিট প্ল্যান বুধবার রুয়েটের বিভিন্ন ভবনে প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে। ভর্তিচ্ছুদের নিজ দায়িত্বে সিট প্ল্যান জেনে নিতে হবে বলেও জানান তিনি।
উপাচার্য আরও বলেন, চলতি শিক্ষাবর্ষে রুয়েটে ৭২৫টি আসনে বিপরীতে মোট পাঁচ হাজার ১৭৮ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে। ক্যালকুলেটর ছাড়া পরীক্ষার্থীদের অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস যেমন-ল্যাপটপ, ট্যাব, মোবাইল ফোন নিয়ে পরীক্ষা হলে প্রবেশ করা যাবে না। পরীক্ষা শুরুর আধা ঘণ্টা আগে ভর্তিচ্ছুদের নিজ নিজ পরীক্ষা হলে প্রবেশ করার কথাও বলেন তিনি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান