অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo মেয়েকে হত্যা করে মায়ের আত্মহত্যা মরদেহের পাশ থেকে চিরকুট উদ্ধার Logo বগুড়ায় মাকে হত্যার দায়ে ছেলে সাদ ৩ দিনের রিমান্ডে Logo জমা টাকার বদলে হুমকি অভিযোগের ৭দিন পরেও ব্যবস্থা নেয়নি সমবায় দপ্তর Logo জোয়ারসাহারায় বিআরটিএ এর ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা কেন্দ্র পরিদর্শন বিপ্লবী ছাত্র জনতার Logo লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ শ্রমিক নিহত Logo সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো নেশা তুহিনের Logo ৭ই নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত। Logo বিআরটিএতে লটারি’র মাধ্যমে ৩৭ জন মোটরযান পরিদর্শক বদলি Logo বিআরটিএতে লটারি’র মাধ্যমে ৩৭ জন মোটরযান পরিদর্শক বদলি Logo সুন্দরগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে থানার ওসির মতবিনিময়

বিআরটিএর দুর্নীতিবাজ এডি সানাউল হকের অপসারনের দাবীতে সিলেটে পরিবহন ধর্মঘট

প্যাসেঞ্জার ভয়েস: বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএর সিলেট সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিঃ) সানাউল হক ও রেকর্ড কিপার দেলোয়ার হোসেনের অনিয়ম দুর্নীতি বন্ধ করা। দুর্নীতিবাজ এই দুই কর্মকর্তার অপসারণ ও ঘুষ-দুর্নীতি বন্ধের দাবিতে আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ। আগামীকাল রবিবার (১০ এপ্রিল) ভোর ৬টা থেকে এ ধর্মঘট শুরু হবে।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) বিকেলে সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের এক জরুরি সভায় এ কর্মসূচি ঘোষণা করা হয়।

এ বিষয়ে সংগঠনটির সভাপতি মঈনুল ইসলাম জানান, ‘‘বিআরটিএ সিলেটের কর্মকর্তা (এডি) সানাউল হক ও রেকর্ড কিপার দেলোয়ার হোসেন সীমাহীন দুর্নীতি করছেন। সঠিক প্রক্রিয়ায় কোনো গাড়ির কাগজপত্র বা ড্রাইভিং লাইসেন্স করতে গেলে পদে পদে হয়রানী করছে তারা। নির্দিষ্ট সময়ে পাওয়া যায় না কোন সেবা। অথচ ঘুষের মাধ্যমে এই দুই কর্মকর্তা দ্রুত সময়ের মধ্যে এসব সরবরাহ করে থাকেন। ঘুষের জন্য তারা পরিবহন শ্রমিকদের নানাভাবে হয়রানি করেন।’’

মঈনুল ইসলাম আরও বলেন,‘‘পরিবহন শ্রমিকরা বিভিন্ন সময় এই দুই কর্মকর্তাকে প্রত্যাহারের দাবি জানালেও বিআরটিএ কর্তৃপক্ষ এই বিষয়ে গুরুত্ব প্রদান করেনি। তাই বাধ্য হয়ে আমরা অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিয়েছি।’’

অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের কার্যকরী সভাপতি ময়নুল ইসলাম। আলী আকবরের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি রনু মিয়া, সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলী, সিলেট জেলা ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের সভাপতি মনির আহমদ, সিলেট জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আজাদ মিয়া, সিলেট জেলা অটোরিক্সা অটোটেম্পু শ্রমিক ইউনিয়নের সভাপতি খলিল খান প্রমুখ।

সভায় বক্তারা বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে বিআরটিএ সিলেটের সহকারী পরিচালক মো. সানাউল হক এবং রেকর্ড রুমের কর্মচারী দেলোয়ার হোসেনকে প্রত্যাহার করতে হবে। দাবি না মানলে আগামী রবিবার থেকে সিলেটে কর্মবিরতি শুরু করবেন পরিবহন শ্রমিকরা। সরেজমিনে বিআরটিএ সিলেট অফিসঃ

বিআরটিএ সিলেট সার্কেলে অনেক কাজ সরকারি নিয়মের বাইরে ‘ঘুষ বাণিজ্য’র মাধ্যমে হলেও সরকারি নিয়ম মেনে কাজ করাতে গেলে হচ্ছে না। এতে একদিকে যেমন সেবাগ্রহীতা সুফল পাচ্ছেন না অন্যদিকে বাড়ছে দালালদের সংখ্যাও। সাধারণ মানুষের ক্ষোভ বাড়ছে বিআরটিএর বিরুদ্ধে। এর আগে সিলেট বিআরটিএর বিভিন্ন দুর্নীতি নিয়ে প্যাসেঞ্জার ভয়েসে প্রতিবেদন হলেও কোন ধরনের ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ।

এর আগে, গত বুধবার দুপুরে বিআরটিএ সিলেট কার্যালয়ে দুই পরিবহন শ্রমিক নেতাকে লাঞ্ছিত করার অভিযোগে রবিবার থেকে জেলায় কর্মবিরতির ঘোষণা দিয়েছিলেন শ্রমিকেরা। সেসময় পরিবহন শ্রমিক নেতারা অভিযোগ করে বলেন, বিআরটিএ সিলেট কার্যালয়ে বিভিন্ন ধরনের দুর্নীতি হচ্ছে। শ্রমিকেরা লাইসেন্স নবায়নসহ জরুরি কাজে বিআরটিএর সেবা নিতে গেলে প্রায়ই প্রতিষ্ঠানের কর্মকর্তারা উৎকোচ দাবি করেন। ২০১৭ সালের ৩০ এপ্রিল নাসির উদ্দিন আহমেদ মনসুর নামে এক ব্যক্তি কে ঘুষ না দেওয়ায় তার গাড়ির নথি হারিয়ে গেছে উল্লেখ করে বিআরটিএ সিলেট অফিসের বিরুদ্ধে আদালতে মামলা করার নির্দেশ দিয়ে সহকারী পরিচালকের রুম থেকে বের করে দিয়েছিলেন এই সানাউল হক।

সিলেট বিআরটিএর অফিসে বছরে কয়েক কোটি টাকার ঘুষ বাণিজ্য করছেন বিআরটিএ সিলেট সার্কেলের সহকারী পরিচালক মো. সানাউল হক এর নেতৃত্বে একটি সিন্ডিকেট।

শুধু তাই নয়, শিক্ষানবিশ লাইসেন্সে জালিয়াতির মাধ্যমে বাণিজ্য, পরীক্ষায় টাকা দিলে পাশ করানোর নামে বাণিজ্য, ব্যবহারিক পরীক্ষায় হাজিরা দিলেই লাইসেন্স, মালিকানা বদলিসহ নানা ঘটনায় ‘কোটি কোটি টাকা বাণিজ্য’ করার কারনে এর আগেও বিআরটিএ সিলেট অফিসের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. সানাউল হকের অপসারণ দাবি করেছেন সিলেটের বিভিন্ন রাজনৈতিক ও নাগরিক সমাজের প্রতিনিধিগণ। একই সাথে এই দুই কর্মকর্তার দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করছেন সবাই।

রেকর্ড কিপার দেলোয়ার হোসেনের দুর্নীতিঃ

রেকর্ড কিপার দেলোয়ার হোসেন ২০২০ সালের মার্চ মাস পর্যন্ত বিআরটিএ চট্টগ্রাম জেলা সার্কেলের পারমিট শাখার দায়িত্বে ছিলেন। এই সার্কেলে প্রায় ৪৪ হাজারের মতো সিএনজি অটোরিক্সা নিবন্ধন রয়েছে। এই গাড়ীগুলোর পারমিট ইস্যু করতে গাড়ীর মালিক ও শ্রমিকদের কাছ থেকে ঘুষ বাণিজ্যের অভিযোগ ছিল তার বিরুদ্ধে। বিষয়টি জানতে পেরে তৎকালীন বিআরটিএর চেয়ারম্যান ড. কামরুল আহসান তাকে সিলেট সার্কেলে বদলী করেন। চট্টগ্রাম সার্কেলে আসার পূর্বেও সিলেট অফিসে দায়িত্ব পালন কালে তার বিরুদ্ধে ঘুষ দুর্নীতি ও অনিয়মের অভিযোগ ছিল।

সূত্র : প্যাসেঞ্জার ভয়েস!

Tag :
জনপ্রিয় সংবাদ

মেয়েকে হত্যা করে মায়ের আত্মহত্যা মরদেহের পাশ থেকে চিরকুট উদ্ধার

বিআরটিএর দুর্নীতিবাজ এডি সানাউল হকের অপসারনের দাবীতে সিলেটে পরিবহন ধর্মঘট

আপডেট টাইম : ০৮:২৭:২৯ অপরাহ্ন, রবিবার, ১০ এপ্রিল ২০২২

প্যাসেঞ্জার ভয়েস: বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএর সিলেট সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিঃ) সানাউল হক ও রেকর্ড কিপার দেলোয়ার হোসেনের অনিয়ম দুর্নীতি বন্ধ করা। দুর্নীতিবাজ এই দুই কর্মকর্তার অপসারণ ও ঘুষ-দুর্নীতি বন্ধের দাবিতে আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ। আগামীকাল রবিবার (১০ এপ্রিল) ভোর ৬টা থেকে এ ধর্মঘট শুরু হবে।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) বিকেলে সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের এক জরুরি সভায় এ কর্মসূচি ঘোষণা করা হয়।

এ বিষয়ে সংগঠনটির সভাপতি মঈনুল ইসলাম জানান, ‘‘বিআরটিএ সিলেটের কর্মকর্তা (এডি) সানাউল হক ও রেকর্ড কিপার দেলোয়ার হোসেন সীমাহীন দুর্নীতি করছেন। সঠিক প্রক্রিয়ায় কোনো গাড়ির কাগজপত্র বা ড্রাইভিং লাইসেন্স করতে গেলে পদে পদে হয়রানী করছে তারা। নির্দিষ্ট সময়ে পাওয়া যায় না কোন সেবা। অথচ ঘুষের মাধ্যমে এই দুই কর্মকর্তা দ্রুত সময়ের মধ্যে এসব সরবরাহ করে থাকেন। ঘুষের জন্য তারা পরিবহন শ্রমিকদের নানাভাবে হয়রানি করেন।’’

মঈনুল ইসলাম আরও বলেন,‘‘পরিবহন শ্রমিকরা বিভিন্ন সময় এই দুই কর্মকর্তাকে প্রত্যাহারের দাবি জানালেও বিআরটিএ কর্তৃপক্ষ এই বিষয়ে গুরুত্ব প্রদান করেনি। তাই বাধ্য হয়ে আমরা অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিয়েছি।’’

অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের কার্যকরী সভাপতি ময়নুল ইসলাম। আলী আকবরের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি রনু মিয়া, সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলী, সিলেট জেলা ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের সভাপতি মনির আহমদ, সিলেট জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আজাদ মিয়া, সিলেট জেলা অটোরিক্সা অটোটেম্পু শ্রমিক ইউনিয়নের সভাপতি খলিল খান প্রমুখ।

সভায় বক্তারা বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে বিআরটিএ সিলেটের সহকারী পরিচালক মো. সানাউল হক এবং রেকর্ড রুমের কর্মচারী দেলোয়ার হোসেনকে প্রত্যাহার করতে হবে। দাবি না মানলে আগামী রবিবার থেকে সিলেটে কর্মবিরতি শুরু করবেন পরিবহন শ্রমিকরা। সরেজমিনে বিআরটিএ সিলেট অফিসঃ

বিআরটিএ সিলেট সার্কেলে অনেক কাজ সরকারি নিয়মের বাইরে ‘ঘুষ বাণিজ্য’র মাধ্যমে হলেও সরকারি নিয়ম মেনে কাজ করাতে গেলে হচ্ছে না। এতে একদিকে যেমন সেবাগ্রহীতা সুফল পাচ্ছেন না অন্যদিকে বাড়ছে দালালদের সংখ্যাও। সাধারণ মানুষের ক্ষোভ বাড়ছে বিআরটিএর বিরুদ্ধে। এর আগে সিলেট বিআরটিএর বিভিন্ন দুর্নীতি নিয়ে প্যাসেঞ্জার ভয়েসে প্রতিবেদন হলেও কোন ধরনের ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ।

এর আগে, গত বুধবার দুপুরে বিআরটিএ সিলেট কার্যালয়ে দুই পরিবহন শ্রমিক নেতাকে লাঞ্ছিত করার অভিযোগে রবিবার থেকে জেলায় কর্মবিরতির ঘোষণা দিয়েছিলেন শ্রমিকেরা। সেসময় পরিবহন শ্রমিক নেতারা অভিযোগ করে বলেন, বিআরটিএ সিলেট কার্যালয়ে বিভিন্ন ধরনের দুর্নীতি হচ্ছে। শ্রমিকেরা লাইসেন্স নবায়নসহ জরুরি কাজে বিআরটিএর সেবা নিতে গেলে প্রায়ই প্রতিষ্ঠানের কর্মকর্তারা উৎকোচ দাবি করেন। ২০১৭ সালের ৩০ এপ্রিল নাসির উদ্দিন আহমেদ মনসুর নামে এক ব্যক্তি কে ঘুষ না দেওয়ায় তার গাড়ির নথি হারিয়ে গেছে উল্লেখ করে বিআরটিএ সিলেট অফিসের বিরুদ্ধে আদালতে মামলা করার নির্দেশ দিয়ে সহকারী পরিচালকের রুম থেকে বের করে দিয়েছিলেন এই সানাউল হক।

সিলেট বিআরটিএর অফিসে বছরে কয়েক কোটি টাকার ঘুষ বাণিজ্য করছেন বিআরটিএ সিলেট সার্কেলের সহকারী পরিচালক মো. সানাউল হক এর নেতৃত্বে একটি সিন্ডিকেট।

শুধু তাই নয়, শিক্ষানবিশ লাইসেন্সে জালিয়াতির মাধ্যমে বাণিজ্য, পরীক্ষায় টাকা দিলে পাশ করানোর নামে বাণিজ্য, ব্যবহারিক পরীক্ষায় হাজিরা দিলেই লাইসেন্স, মালিকানা বদলিসহ নানা ঘটনায় ‘কোটি কোটি টাকা বাণিজ্য’ করার কারনে এর আগেও বিআরটিএ সিলেট অফিসের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. সানাউল হকের অপসারণ দাবি করেছেন সিলেটের বিভিন্ন রাজনৈতিক ও নাগরিক সমাজের প্রতিনিধিগণ। একই সাথে এই দুই কর্মকর্তার দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করছেন সবাই।

রেকর্ড কিপার দেলোয়ার হোসেনের দুর্নীতিঃ

রেকর্ড কিপার দেলোয়ার হোসেন ২০২০ সালের মার্চ মাস পর্যন্ত বিআরটিএ চট্টগ্রাম জেলা সার্কেলের পারমিট শাখার দায়িত্বে ছিলেন। এই সার্কেলে প্রায় ৪৪ হাজারের মতো সিএনজি অটোরিক্সা নিবন্ধন রয়েছে। এই গাড়ীগুলোর পারমিট ইস্যু করতে গাড়ীর মালিক ও শ্রমিকদের কাছ থেকে ঘুষ বাণিজ্যের অভিযোগ ছিল তার বিরুদ্ধে। বিষয়টি জানতে পেরে তৎকালীন বিআরটিএর চেয়ারম্যান ড. কামরুল আহসান তাকে সিলেট সার্কেলে বদলী করেন। চট্টগ্রাম সার্কেলে আসার পূর্বেও সিলেট অফিসে দায়িত্ব পালন কালে তার বিরুদ্ধে ঘুষ দুর্নীতি ও অনিয়মের অভিযোগ ছিল।

সূত্র : প্যাসেঞ্জার ভয়েস!