বাংলার খবর২৪.কম
: চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২০লিটার চোলাই মদসহ বিভিন্ন মামলার ৯ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার দিবাগত রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, বুধবার দিবাগত রাতে চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার সালেহ উদ্দীনের নির্দেশে পুলিশের একটি বিশেষদল জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
চোলাই মদসহ গ্রেফতারকৃত বিভিন্ন মামলার আসামিরা হলেন- জীবননগর উপজেলার হাসাদাহ গ্রামের ইউনুস আলীর ছেলে ফয়সাল মণ্ডল (২২), মনোহরপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে সাইফুল (২৮), সদর উপজেলার গড়াইটুপি গ্রামের সামছুদ্দিনের ছেলে শহিদুল ইসলাম (৪৫), ধতুরহাট গ্রামের ফরজেন মণ্ডলের ছেলে খোকন (৩৭), হাতিকাটা গ্রামের আফছার জোয়ার্দ্দারের ছেলে আনারুল (৩৫), কুলচারা গ্রামের মৃত. লাল মিয়ার ছেলে খোকন (৩৬), আলোকদিয়া গ্রামের মতিয়ার রহমানের ছেলে দেলোয়ার হোসেন (২৫), জিনতলা পাড়ার মৃত. গোলাম রহমানের ছেলে সুজন (২৮) ও দামুড়হুদা উপজেলার দর্শনা শান্তিপাড়া গ্রামের চাঁন মিয়ার ছেলে আব্দুল হান্নান (৩০)।
সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় বিভিন্ন মামলা রয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান