ডেস্ক : রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় দুই রোহিঙ্গাকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ সময় তাদের কাছ থেকে ৬ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৫ এপ্রিল) এসব তথ্য জানিয়েছেন এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ জিয়াউল হক।
জিয়াউল হক জানান, বিকেলে বিমানবন্দর সংলগ্ন এয়ারপোর্ট রেস্টুরেন্টের সামনে সাদ্দাম হোসেন ও আমিন নামে দুজনকে ঘোরাঘুরি করতে দেখে এপিবিএনের টহল দলের সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদে তারা এলোমেলো কথা বলতে থাকে। পরে তাদের এয়ারপোর্ট এপিবিএন অফিসে নিয়ে তল্লাশি করে ৬ হাজার ৭০টি ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সাদ্দাম ও আমিন নিজেদের রোহিঙ্গা বলে পরিচয় দেয়। দুজনই টেকনাফের ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। অজ্ঞাত একজনের কাছে ইয়াবা পৌঁছে দিতেই তারা ঢাকায় এসেছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান