বাংলার খবর২৪.কম : পর্নো বানানো কিংবা প্রকাশ করা দুটিই নিষিদ্ধ হতে চলছে। তাও আবার ব্রিটেনের মত রাষ্ট্রে। যে দেশে পর্নো একটি শিল্প হয়ে দাঁড়িয়েছে সেই দেশেই পর্নো নিষিদ্ধ হতে চলছে খবরটি একটু আজব মনে হলেও ভেতরের সত্যটা হল এই পর্নো মানে তথাকথিত নীল ছবি নয়। বরং প্রতিশোধ পরায়ন হয়ে কেউ যদি পর্নো ছবি বানায় কেবল সেটি নিষিদ্ধ।
নতুন করা এই আইন অনুযায়ী, কারো অনুমতি ব্যাতিত তার নগ্ন কিংবা আপত্তিজনক কোন ছবি তুললে কিংবা সেটি প্রকাশ করলে অথবা কোন ধরনের পর্ন বানালে তার দুই বছরের কারাদণ্ড হতে পারে। তবে অনলাইন কিংবা অফলাইনেও এই ছবি প্রকাশ করলে তাকে শাস্তির মুখোমুখি হতে হবে।
গোটা ব্রিটেনে প্রতিশোধ পরায়ন হয়ে পর্নো অর্থাৎ রিভেঞ্জ পর্ন তৈরির ছড়াছড়ি। স্বামী-স্ত্রী, প্রেমিক -প্রেমিকা অথবা বন্ধু-বান্ধবীর মধ্যে সম্পর্ক নষ্ট হলেই স্ত্রীকে, প্রেমিকাকে এবং বান্ধবীকে অপমান করার জন্য তৈরি করা হয় এই রিভেঞ্জ পর্নো। তার পর সেটাকে ছেড়ে দেওয়া হয় সোশ্যাল সাইটগুলোতে। এর থেকে বাদ যাচ্ছে না সে দেশের শিশুরাও। প্রতিদিন তারাও শিকার হচ্ছে এই ধরনের রিভেঞ্জ পর্নের।
আর এটি প্রকাশ্যে আসতেই দেশের সরকার এই আইন করার উদ্যেগ নিয়েছে। এবং পার্লামেন্টে অতি শীঘ্রই আইনটি পাশ হতে চলছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান