ডেস্ক : ডক্সিসাইক্লিন নামের অন্টিবায়োটিক ক্যাপসুল। যার পিছনে লেখা, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সম্পদ। ক্রয়-বিক্রয় আইনত দণ্ডনীয়’ ভারতের পূর্ব মেদিনীপুরের কাঁথি মহকুমা সরকারি হাসপাতাল থেকে দেওয়া হচ্ছে সেই ওষুধ। যা নিয়ে মাথাচাড়া দিয়েছে নতুন বিতর্ক।
ভারতীয় গণমাধ্যম জি নিউজ জানায়, মহকুমা হাসপাতালের আউটডোর ওষুধ কাউন্টার থেকে রোগীদের এই ওষুধ দেওয়া হচ্ছে।
সরকারি হাসপাতালে কীভাবে এই ধরনের নিষিদ্ধ ওষুধ এল? তা নিয়ে প্রশ্ন তুলেছেন নামপ্রকাশে অনুচ্ছুক চিকিৎসকরা। কার নির্দেশে সরকারি হাসপাতালে এই ওষুধ এলো? সদুত্তর দিতে পারলেন না কাঁথি মহকুমা সরকারি হাসপাতালের সুপারও।
সিএমওএইচ বা জেলা মুখ্য স্বাস্থ্য কর্মকর্তাদের দিকে বিষয়টি ঠেলে দিয়েছেন তিনি। সমস্ত প্রশ্ন তাকে করতে বলেছেন সুপার।
কেবল এই একটা ওষুধ নয়, আরো বেশ কয়েকটি গ্রুপের ওষুধের নাম, এই তালিকায় রয়েছে বলে অভিযোগ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান