অপরাহ্ন, মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo ব্যারিস্টার হাসান রাজিব এর পক্ষে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন দহগ্রাম যুবদল নেতা রাজ্জাক হোসেন রাজু Logo গত ২০ বছরে ঈদযাত্রা এত স্বস্তির হয়নি : সড়ক উপদেষ্টা Logo মহাখালী বাস টার্মিনাল পরিদর্শনে বিআরটিএ চেয়ারম্যান Logo ঈদযাত্রা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে সায়দাবাদে বিআরটিএ’র মোবাইল কোর্ট অভিযান Logo এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক ও নিরাপদ করতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে – মোঃ এহছানুল হক Logo লালমনিরহাটে কোচিং সেন্টারের নামে একাধিক মেয়েকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে প্রতারণা করা সেই কোচিং শিক্ষক গ্রেফতার Logo তাড়াশে সড়ক দুর্ঘটনায় চাচা ভাতিজার মৃত্যু Logo মুক্তিযুদ্ধের স্মৃতিমঞ্চে স্থাপিত ম্যুরাল কাপড় দিয়ে ঢেকে দেওয়া হলো Logo দাদন ব্যবসায়ীর ভয়ে ঘর ছাড়া চা বিক্রেতা সুদ আসলে পরিশোধ করেও আসামী Logo লালমনিরহাট শাখা ফুলকুঁড়ি সদস্য, চৌকস ভাইয়াদের অংশগ্রহণে এক মনোমুগ্ধকর ইফতার অনুষ্ঠান

অন্যের জামাই কেড়ে নেয়ার প্রয়োজন নেই আমার: সানি লিওন

ডেস্ক : নীল সিনেমাকে বিদায় জানিয়ে বলিউডে একের পর এক সিনেমায় কাজ করছেন সানি লিওন। বলিউডের তারকা অভিনেত্রীদের মধ্যে তার নামও এখন আলোচনায়। তবে বলিউডে অভিষেক হওয়ার আগে সানি পরিচিত মুখ হয়ে ওঠেন রিয়েলিটি শো বিগ বস-এর প্রতিযোগী হিসেবে।

২০১১ সালে বিগ বসের পঞ্চম আসরে ৪৯তম দিনে এসে যোগ দেন তিনি। ৯১তম দিনে তিনি শো থেকে বেরিয়ে যান তিনি। এর পরই শুরু হয় তার বলিউড যাত্রা।

বলিউডে পা রাখার পর পূজা ভাটের ‘জিসম-২’ সিনেমায় সুযোগ পান সানি। এর পর ‘জ্যাকপট’, ‘রাগিনী এমএমএস-২’, ‘এক পহেলি লীলা’, ‘রইস’-সহ একাধিক সিনেমা থেকে আইটেম গান, মিউজিক ভিডিও এবং রিয়েলিটি শো করেছেন তিনি। এর পর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি।

বলিউডে কাজের সুবাদে সানি অনেকের ভালবাসা যেমন পেয়েছেন, তেমন চক্ষুশূলও হয়েছেন অনেকের।

এবার জানা গেল ভিন্ন কথা। সানির সঙ্গে কাজ করতে ভয় পান নাকি অনেক বলিউড অভিনেতা? কেন? কারণ জেনে অনেকেই অবাক হতে পারে।

বলিউডের বিবাহিত অভিনেতাদের স্ত্রীরা নাকি সন্দেহ করতেন, তাদের স্বামীরা সানির সঙ্গে কাজ করলে তারা সানির রূপের কাছে নিজেদের সঁপে দেবেন। আর এর ফলে চিড় ধরতে পারে তাদের দাম্পত্য জীবনে।

এই কারণে সানির সঙ্গে কাজ করছে শুনে অনেক অভিনেতার স্ত্রী শুটিং চলাকালীন সেটে গিয়ে উপস্থিত হতেন। ২০১৫ সালে একটি সাক্ষাত্কারে নিজেই এ কথা স্বীকার করেন সানি। এমনটি জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ।

এ সম্পর্কে সানি বলেন, ‘আমি যে সব অভিনেতার সঙ্গে কাজ করেছি তাদের বেশির ভাগই বিবাহিত। আমি যখন তাদের স্ত্রীদের সঙ্গে দেখা করতাম তখন আমি তাদের সঙ্গেই বেশি কথা বলতাম। তবুও আমার বিশ্বাস যে, তারা নিরাপত্তাহীনতায় ভুগতেন। আমার মনে হত তাদেরকে বলি, আমার তোমাদের স্বামী বা প্রেমিকের কোনও দরকার নেই। আমার কাছে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ স্বামী আছে।’

তিনি আরও বলেন, ‘আমাকে জানানো হয়েছিল যে, বেশির ভাগ অভিনেতা আমার সঙ্গে কাজ করতে ভয় পান, কারণ তারা সবাই বিবাহিত। আমি তাদের স্ত্রীদের বলতে চাই যে, আমি তাদের স্বামীদের চাই না। আমার কাছে আমার নিজের স্বামী আছে। আমি তাকে খুবই ভালবাসি। আমার স্বামী যথেষ্ট আকর্ষণীয়। আমার সমস্ত চাওয়া-পাওয়া সে খুব ভালো ভাবে পূরণ করে। তাই আমি তোমাদের স্বামীদের চাই না। আমি নিজের কাজ করতে চাই এবং নিজের স্বামীর হাত ধরে বাড়ি যেতে চাই।’

সানির স্বামী ড্যানিয়েল ওয়েবার নিজেও এক জন প্রাক্তন নীল ছবির তারকা। এ ছাড়া ড্যানিয়েল এক জন গিটার বাদক ও সানির ম্যানেজার।

২০১১ সালে সানি এবং ড্যানিয়েলের বিয়ে হয়। তাদের তিনটি সন্তান। ২০১৭ সালে এই দম্পতি এক শিশুকন্যাকে দত্তক নেন। এ ছাড়া ২০১৮ সালে সারোগেসি পদ্ধতিতে এই দম্পতির যমজ ছেলে হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

ব্যারিস্টার হাসান রাজিব এর পক্ষে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন দহগ্রাম যুবদল নেতা রাজ্জাক হোসেন রাজু

অন্যের জামাই কেড়ে নেয়ার প্রয়োজন নেই আমার: সানি লিওন

আপডেট টাইম : ০৩:৩৬:০৩ অপরাহ্ন, বুধবার, ২৩ মার্চ ২০২২

ডেস্ক : নীল সিনেমাকে বিদায় জানিয়ে বলিউডে একের পর এক সিনেমায় কাজ করছেন সানি লিওন। বলিউডের তারকা অভিনেত্রীদের মধ্যে তার নামও এখন আলোচনায়। তবে বলিউডে অভিষেক হওয়ার আগে সানি পরিচিত মুখ হয়ে ওঠেন রিয়েলিটি শো বিগ বস-এর প্রতিযোগী হিসেবে।

২০১১ সালে বিগ বসের পঞ্চম আসরে ৪৯তম দিনে এসে যোগ দেন তিনি। ৯১তম দিনে তিনি শো থেকে বেরিয়ে যান তিনি। এর পরই শুরু হয় তার বলিউড যাত্রা।

বলিউডে পা রাখার পর পূজা ভাটের ‘জিসম-২’ সিনেমায় সুযোগ পান সানি। এর পর ‘জ্যাকপট’, ‘রাগিনী এমএমএস-২’, ‘এক পহেলি লীলা’, ‘রইস’-সহ একাধিক সিনেমা থেকে আইটেম গান, মিউজিক ভিডিও এবং রিয়েলিটি শো করেছেন তিনি। এর পর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি।

বলিউডে কাজের সুবাদে সানি অনেকের ভালবাসা যেমন পেয়েছেন, তেমন চক্ষুশূলও হয়েছেন অনেকের।

এবার জানা গেল ভিন্ন কথা। সানির সঙ্গে কাজ করতে ভয় পান নাকি অনেক বলিউড অভিনেতা? কেন? কারণ জেনে অনেকেই অবাক হতে পারে।

বলিউডের বিবাহিত অভিনেতাদের স্ত্রীরা নাকি সন্দেহ করতেন, তাদের স্বামীরা সানির সঙ্গে কাজ করলে তারা সানির রূপের কাছে নিজেদের সঁপে দেবেন। আর এর ফলে চিড় ধরতে পারে তাদের দাম্পত্য জীবনে।

এই কারণে সানির সঙ্গে কাজ করছে শুনে অনেক অভিনেতার স্ত্রী শুটিং চলাকালীন সেটে গিয়ে উপস্থিত হতেন। ২০১৫ সালে একটি সাক্ষাত্কারে নিজেই এ কথা স্বীকার করেন সানি। এমনটি জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ।

এ সম্পর্কে সানি বলেন, ‘আমি যে সব অভিনেতার সঙ্গে কাজ করেছি তাদের বেশির ভাগই বিবাহিত। আমি যখন তাদের স্ত্রীদের সঙ্গে দেখা করতাম তখন আমি তাদের সঙ্গেই বেশি কথা বলতাম। তবুও আমার বিশ্বাস যে, তারা নিরাপত্তাহীনতায় ভুগতেন। আমার মনে হত তাদেরকে বলি, আমার তোমাদের স্বামী বা প্রেমিকের কোনও দরকার নেই। আমার কাছে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ স্বামী আছে।’

তিনি আরও বলেন, ‘আমাকে জানানো হয়েছিল যে, বেশির ভাগ অভিনেতা আমার সঙ্গে কাজ করতে ভয় পান, কারণ তারা সবাই বিবাহিত। আমি তাদের স্ত্রীদের বলতে চাই যে, আমি তাদের স্বামীদের চাই না। আমার কাছে আমার নিজের স্বামী আছে। আমি তাকে খুবই ভালবাসি। আমার স্বামী যথেষ্ট আকর্ষণীয়। আমার সমস্ত চাওয়া-পাওয়া সে খুব ভালো ভাবে পূরণ করে। তাই আমি তোমাদের স্বামীদের চাই না। আমি নিজের কাজ করতে চাই এবং নিজের স্বামীর হাত ধরে বাড়ি যেতে চাই।’

সানির স্বামী ড্যানিয়েল ওয়েবার নিজেও এক জন প্রাক্তন নীল ছবির তারকা। এ ছাড়া ড্যানিয়েল এক জন গিটার বাদক ও সানির ম্যানেজার।

২০১১ সালে সানি এবং ড্যানিয়েলের বিয়ে হয়। তাদের তিনটি সন্তান। ২০১৭ সালে এই দম্পতি এক শিশুকন্যাকে দত্তক নেন। এ ছাড়া ২০১৮ সালে সারোগেসি পদ্ধতিতে এই দম্পতির যমজ ছেলে হয়।