বাংলার খবর২৪.কম ডেস্ক : ব্রিটিশ পার্লামেন্টে প্রতীকি ভোটে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার সিদ্ধান্ত নেয়ায় ব্রিটেনের ওপর ক্ষুব্ধ হয়েছে ইহুদিবাদী ইসরাইল।
ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার এক বিবৃতিতে বলেছে, ব্রিটিশ পার্লামেন্ট ভোট দিয়ে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার যে সিদ্ধান্ত নিয়েছে তাতে সত্যিকার শান্তি প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হবে।
এদিকে, ইসরাইলে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত ম্যাথু গোল্ড বলেছেন, ব্রিটিশ জনমত এখন ইসরাইলের বিরুদ্ধে চলে গেছে। গাজা উপত্যকায় সাম্প্রতিক ৫০ দিনের বর্বর ইসরাইলি আগ্রাসনের কারণে এ অবস্থা তৈরি হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
ইসরাইলি রেডিওকে দেয়া সাক্ষাৎকারে ব্রিটিশ রাষ্ট্রদূত বলেন, তার দেশের পার্লামেন্টে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার পক্ষে যে ভোটাভুটি হয়েছে তা অনেক তাৎপর্যপূর্ণ। কারণ এর মধ্যদিয়ে ইসরাইলের প্রতি নেতিবাচক ধারণা প্রকাশ পেয়েছে। এতে ইসরাইলের উদ্বিগ্ন হওয়ার কারণ রয়েছে বলেও মন্তব্য করেন ব্রিটিশ রাষ্ট্রদূত।
মঙ্গলবার ব্রিটিশ পার্লামেন্টে এক ঐতিহাসিক ভোটে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার জন্য ব্রিটিশ সরকারের প্রতি আহ্বান জানানো হয়। এদিন ফিলিস্তিনের পক্ষে পড়ে ২৭৪ ভোট আর বিপক্ষে মাত্র ১২ ভোট।
এদিকে ফরাসী পররাষ্ট্রমন্ত্রী লরা ফ্যাবিয়াস বলেছেন, তার দেশ ফিলিস্তিনের প্রতীকি স্বীকৃতি চায় না, তারা চান দ্বি-রাষ্ট্রিক সমাধান যেখানে ইসরাইলের পাশাপাশি ফিলিস্তিনিও স্বাধীন রাষ্ট্র হিসেবে অবস্থান করবে।
ব্রিটিশ পার্লামেন্টে ভোটাভুটির পর ফরাসী সংসদে তিনি এ মন্তব্য করেন।
সূত্র: এপি, এএফপি, ইন্ডিপেনডেন্ট।
শিরোনাম :
ব্রিটিশ পার্লামেন্টে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে ভোট- জনতার উল্লাস
- বাংলার খবর ডেস্ক :
- আপডেট টাইম : ০৪:৩৯:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০১৪
- ১৫৬৬ বার
Tag :
জনপ্রিয় সংবাদ