ডেস্ক: বাংলাদেশ প্রবীণ ও কর্মাহত সাংবাদিক কল্যাণ পরিষদের কোষাধ্যক্ষ কাজী ওমর ফারুক আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার গাজীপুরের কোনাবাড়ী এলাকায় নিজ বাসভবনে তিনি মৃত্যু বরণ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল( ৫৬) বছর। তিনি হৃদরোগ ও ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী,১ ছেলে,২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পরিষদের পক্ষ থেকে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
কাজী ওমর ফারুক একজন দক্ষ সংগঠক ছিলেন। তিনি দৈনিক তরুণ কণ্ঠ পত্রিকায় কর্মরত ছিলেন। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)সদস্যসহ একাধিক সংগঠনের সাথে তিনি যুক্ত ছিলেন। শত কর্মব্যস্ততার মধ্যেও সাংবাদিকদের কল্যাণে কাজ করতেন তিনি।এই গুণগ্রাহী সাংবাদিকদের জন্য তার আত্মার মাগফেরাত কামনাসহ শোক প্রস্তাব করেন বাংলাদেশ প্রবীণ ও কর্মাহত সাংবাদিক কল্যাণ পরিষদ।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএফইউজে’র সভাপতি ওমর ফারুক, মহাসচিব দীপ আজাদ।