ফারুক আহমেদ সুজন : সড়ক ও জনপথ অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ. কে. এম মনির হোসেন পাঠান সংস্থাটির প্রধান প্রকৌশলীর দায়িত্ব পেয়েছেন। ১২ ফেব্রুয়ারি থেকে তিনি এই পদে দায়িত্ব পালন করবেন।
গত ৭ ফেব্রুয়ারি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এর গেজেটেড সংস্থাপন শাখা থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বুধবার তিনি সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী হিসাবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন।
এর আগে এ কে এম মনির হোসেন পাঠান সওজ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলীর দায়িত্ব পালন করেন (পরিকল্পনা ও রক্ষণাবেক্ষণ উইং)। তার বাড়ি চাদঁপুর জেলার মতলবে।
বর্তমানে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করছেন মো. আবদুস সবুর। ১১ ফেব্রুয়ারি তার দায়িত্ব পালনের শেষদিন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান