বাংলার খবর২৪.কম : টেকনাফ দমদমিয়া এলাকার নাফনদীতে টহলরত বিজিবি সদস্যদের উপর গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। এতে সুমন নামে এক বিজিবি সদস্য গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে। তাকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বুধবার রাত ১০ দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, দমদমিয়া বিওপির একটি টহল দল ইয়াবা পাচারের সংবাদে নাফনদীতে ওৎপেতে থাকে। এতে এক পর্যায়ে অন্ধকারের মধ্যে বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলি বর্ষণ করে। বিজিবিও পাল্টা গুলি ছোঁড়ে। এসময় সুমন নামে এক বিজিবি সদস্য গুলিবিদ্ধ হয়ে আহত হলেও প্রতিপক্ষের কেউ আহত হয়েছে কিনা নিশ্চিত হওয়া যায় নি। দমদমিয়া কোম্পানী কমান্ডার সিরাজুল ইসলাম জানান, আহত বিজিবি সদস্যকে কক্সবাজারে নেওয়া হয়েছে উন্নত চিকিৎসার জন্যে। এ ধরনের ঘটনা কারা ঘটিয়েছে তার খোঁজ খবর নেওয়া হচ্ছে। এ ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষ অবহিত আছেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান