ডেস্ক : দোয়া-মিলাদের মাধ্যমে সিনিয়র সাংবাদিক সফিকুল ইসলামের প্রয়াত বাবা আব্দুল হাই এর ১৩ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার বাদ জোহর ডেমরার ডগাইর বাজার (সাদেক ভূইয়া রোড) নিজ বাসভবনে এতিম ও দুস্থদের আপ্যায়নের মাধ্যমে মৃত্যুবার্ষিকী পালন করা হয়।
এ সময় উপস্থিত আয়েতুল জামে মসজিদের ইমাম মাওলানা মাহবুব আলম,
খাদিজা বেগম দারুল কোরআন নূরানী ওহাফেজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোডিং এর পরিচালক হাফেজ মেহেদী হাসান, মাওলানা জাহাঙ্গীর হোসেন,
স্থানীয় মসজিদ ও মাদ্রাসার আলেম ওলামাগন দোয়া-মিলাদ মাহফিলে অংশ নেন। ৬৪ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি রাসেল ভূইয়া, আওয়ামী লীগের হানিফ ভূইয়াসহ ডেমরা- যাত্রাবাড়ী এলাকায় বসবাসরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের, ছাত্রলীগের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত শতাধিক এতিম ও আলেম ওলামাদের গ্রাম্য পরিবেশে গরুর মাংস ও সাদা ভাত পরিবেশ করা হয়।
এরআগে দিনব্যাপী মরহুম আব্দুল হাই এর বিদেহী আত্মার মাগফেরাত কামনা কামনা করে কোরআন খানি, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রসঙ্গত, ২০০৯ সালের ১৮ জানুয়ারি মধ্যরাতে কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলার মসুয়া ইউনিয়নের বৈরাগীর চর গ্রামের বাড়িতে বিশিষ্ট্য ব্যাবসায়ী ও সমাজসেবক আব্দুল হাই বাধ্যকজনিত কারনে ইন্তেকাল করেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান