ফারুক আহমেদ সুজনঃ জরিমানা ব্যতীত যানবাহনের ফিটনেস, রুট পারমিট, ট্যাক্স টোকেন এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।
আজ সোমবার (১০ জানুয়ারি) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিএ সংস্থাপন শাখার এক স্বারকে রাষ্ট্রপ্রতির কার্যালয়ের সহকারী সচিব মো. জসিম উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পূর্বের ধারাবাহিকতায় ‘ আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত শেষবারের মতো বাড়ানো হয়েছে।গাড়ির কাগজপত্র (ফিটনেস, ট্যাক্স টোকেন ও রুট পারমিট) এবং ড্রাইভিং লাইসেন্স এর জরিমানা ব্যতীত মূল কর/ফি জমা প্রদানপূর্বক গাড়ির কাগজপত্র হালনাগাদ করার জন্য সুযোগ প্রদান করা হলো’।