ডেস্ক : নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো ঐতিহাসিক টেস্ট জয় পেয়েছে বাংলাদেশ। দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে বুধবার ভোরে ৮ উইকেটের ব্যবধানে কিউদের হারিয়েছে টাইগাররা। পঞ্চম ও শেষ দিনে ইবাদত হোসেন ও তাসকিন আসমেদের বোলিং তোপে বেশিক্ষণ টিকতে পারেনি নিউজিল্যান্ড। মাত্র ১৬৯ রানে অলআউট হয় তারা। তাতে বাংলাদেশের সামনে জয়ের লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৪০ রান। আর সেটা ১৬.৫ ওভারে ২ উইকেট হারিয়ে বাংলাদেশ ছুঁয়ে ফেলে।
এই জয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসায় ভাসছেন টাইগাররা। এবার মাশরাফিও সুর মেলালেন, নিজের উচ্ছ্বাস প্রকাশ করলেন নিজের অফিশিয়াল ফেসবুক পেইজে।
বাংলাদেশের রেকর্ডগড়া জয়ের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ক্রিকেটবিশ্লেষকসহ সাবেক ক্রিকেটাররা অভিনন্দন জানিয়েছেন। দেশসেরা ওপেনার তামিম ইকবাল অধিনায়ক মুমিনুলকে জানিয়েছেন টুপিখোলা অভিনন্দন। এবার ফেসবুকে মুমিনুলবাহিনীকে প্রশংসায় ভাসালেন মাশরাফি।
নিজের অফিশিয়াল ফেসবুক পেইজে মাশরাফি লিখেন, ‘অবিশ্বাস্য জয়, নতুন ইতিহাস, নতুন স্বপ্ন। অভিনন্দন পুরো দলকে, অভিনন্দন মমিনুল। স্পেশাল অভিনন্দন ইবাদত। টেস্ট ক্রিকেট জিতলে জীবন আরও সুন্দর। বাংলাদেশ (পতাকার ইমোজি)।