ডেস্ক : সাভারের ভোটকেন্দ্রে অনিয়ম ও ভোটারদের অনুপস্থিতিতে হতাশা প্রকাশ করেছেন জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।
বুধবার দুপুরে সাভারের আশুলিয়া ইউনিয়নের আশুলিয়া স্কুল আ্যান্ড কলেজ ও আশুলিয়া প্রাথমিক বিদ্যালয়সহ আশপাশের কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শন শেষে হতাশা প্রকাশ করেন তিনি।
ইসি মাহবুব বলেন, ৪ ঘণ্টা ধরেও দাঁড়িয়ে আছেন। এখানে যখন আসলাম, এতোগুলো বুথ আমি তো হতাশ। কোথাও কোনো লোকজন নাই। প্রিজাইডিং অফিসারের সামনে সিল মারছে, সাক্ষী আছেন, সাংবাদিকরা দেখেছেন। অথচ কোনো ব্যবস্থা নেয়া হয় নাই। পুলিশ আছে, র্যাব আছে কেউ কিছু বলেনি। কী নির্বাচন করছি এটা আমরা?
এসব অভিযোগের প্রেক্ষিতে কী ব্যবস্থা নেয়া হবে এমন প্রশ্নে তিনি বলেন, রিটার্নিং কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছি। উনিই এখানে কমিশন। উনি যেটা ভালো বোঝেন, সেভাবে ব্যবস্থা নেবেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান