বাংলার খবর২৪.কম : আদালতে বিচারাধীন থাকা পুরাতন মামলাগুলো দ্রুত নিষ্পত্তির তাগিদ দিয়েছেন প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেন।
বুধবার দুপুরে রাজশাহী আদালতে বিচারিক কাজ পরিদর্শনকালে আইনজীবীদের সঙ্গে এক মত বিনিময়ে এ তাগিদ দেন তিনি।
মতবিনিময়ের সময় আইনজীবীরা আদালতে বিচারক সংকটের বিষয়টি তুলে ধরেন। এসময় প্রধান বিচারপতি বলেন; আমাদের সম্পদ সীমিত, এ সীমিত সম্পদের মধ্যে দিয়ে ধীরে ধীরে এসব সংকট নিরসনের চেষ্টা করা হবে।
পরে প্রধান বিচারপতি সার্কিট হাউজে এসে আদালতের সার্বিক ডিজিটালাইজ করণের উদ্ধোধন করেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান