ফারুক আহমেদ সুজন : ফরিদপুরের আলফাডাঙ্গার উপজেলা নির্বাহী অফিসার হিসেবে (ইউএনও) মোহাম্মদ জুবের আলমকে পদায়ন করা হয়েছে।
মঙ্গলবার (১৬ নভেম্বর) ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তা মোহাম্মদ জুবের আলম (১৭৬৪৬) বর্তমানে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত রয়েছেন।
অপরদিকে আলফাডাঙ্গার বর্তমান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তৌহিদ এলাহীকে একই পদে রাজবাড়ী সদর উপজেলায় বদলি করা হয়েছে।
বিভাগীয় কমিশনার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ১৬ নভেম্বর ঢাকার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) এ. কে. এম. মাসুদুজ্জামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মোহাম্মদ জুবের আলমকে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে ফরিদপুরের আলফাডাঙ্গায় পদায়ন করা হয়েছে।
এর আগে একই দিন জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুবের আলমকে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়নের লক্ষে ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যাস্ত করা হয়েছিল।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২০ সালের ২২ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোছা: নাজমা নাহার (প্রেষণে-০২ শাখা) স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে (বিসিএস) ৩৪তম ব্যাচের মোহাম্মদ জুবের আলমকে প্রেষণে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়েছিল।
এর আগে মোহাম্মদ জুবের আলম সহকারী কমিশনার (ভূমি) হিসেবে ২০১৯ সালের ০৩ এপ্রিল থেকে ২০২০ সালের ৮ জুন পর্যন্ত কালীগঞ্জ উপজেলায় দায়িত্ব পালন করেছেন।
তিনি ২০১৭ সালের ২২ জুন থেকে সহকারী কমিশনার হিসেবে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন। পরবর্তীতে ২০১৯ সালের গত ২৬ ফেব্রুয়ারি সহকারী কমিশনার (ভূমি) হিসেবে পদায়নের লক্ষে ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। পরে ২০১৯ সালে ৭ মার্চ ভূমি মন্ত্রণালয়ে থেকে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছিল। এরপর ২০১৯ সালের ০৩ এপ্রিল বুধবার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কালীগঞ্জে যোগদান করেন।
মোহাম্মদ জুবের আলমের নিজ জেলা ঢাকা।
২০১৬ সালের ০১ জুন চাকরিতে যোগদানকৃত এই কর্মকর্তা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মুহম্মদ শাহীন ইমরান (মাঠ প্রশাসন-০১ শাখা) স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ২০১৮ সালের ১১ অক্টোবর (প্রশাসন) ক্যাডারে চাকরি স্থায়ী হয়।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান