বাংলার খবর২৪.কম : পাবনার দ্বীপচরে সেফটিক ট্যাংক নির্মাণের সময়ে গ্যাসক্রিয়ায় দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সদর উপজেলার আরিফপুর মহল্লার ইরান হোসেন জোয়াদ্দার (৪০) ও সদর উপজেলার দোগাছি ইউনিয়নের রাজাপুরের তমিজ উদ্দিনের ছেলে আব্দুর রশিদ (৪৫)।
পাবনা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদ হোসেন জানান, পাবনা সদর উপজেলার দ্বীপচর এলাকার আলিফ মালিথার বাড়িতে ওই দুই নির্মাণ শ্রমিক সেফটিক ট্যাংক সংস্কার করছিলো। এসময় ইরান জোয়াদ্দার ট্যাংকের মধ্যে পড়ে যান। এসময় তাকে বাঁচাতে গিয়ে অপর নির্মাণ শ্রমিক আব্দুর রশিদও ওই ট্যাংকের মধ্যে নেমে পড়েন।
পরে দু’জনই গ্যাসক্রিয়ায় মারা যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান