বাংলার খবর২৪.কম : নাটোরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় চার মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন সশ্রম কারাদ- দিয়েছেন নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। এছাড়াও দ-প্রাপ্তদের প্রত্যেককে দশ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো এক বছর করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
বুধবার বিকেলে আদালতের বিচারক রহিবুল ইসলাম এই আদেশ দেন।
আদালত সূত্র জানায়, ২০১২ সালের ১৯ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল শহরের বনবেলঘরিয়া বাইপাস মোড়ে অভিযান চালায়। অভিযানকালে মুরগীর খাবার বোঝাই ঢাকাগামী একটি ট্রাকে তল্লাশি চালিয়ে তিনটি বস্তায় রাখা ৮৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এসময় ট্রাকটি জব্দ এবং ট্রাকের চালক ও হেলপার সহ ৪ জনকে আটক করা হয়।
এঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়। মামলাটি তদন্ত শেষে আদালতে এলে আদালতের বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ রহিবুল ইসলাম শুনানি শেষে অভিযুক্তদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় উল্লেখিত রায় প্রদান করেন।
সাজা প্রাপ্তরা; রাজশাহীর বাঘা উপজেলার গোচর গ্রামের লোকমান হোসেনের ছেলে তপু রায়হান, একই উপজেলার চর সিংগা গ্রামের আব্দুল হাকিমের ছেলে গোলাম মোস্তফা ছোটন, খোকা মিয়ার ছেলে দুখু মিয়া ও চাপাইনবাবগঞ্জের গোদাগাড়ী গ্রামের ময়নুল ইসলামের ছেলে রমজান আলী।
এদিকে সাজাপ্রাপ্তদের মধ্যে দুইজন জেল হাজতে ও বাকী দুইজন পলাতক রয়েছে।
এপিপি আব্দুল হাইয়ের সহযোগীতায় মামলাটি সরকার পক্ষে পরিচালনা করেন, পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম এবং আসামি পক্ষে অ্যাডভোকেট আতিকুল্লা বিশ্বাস।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান