ডেস্কঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে সন্ত্রাসবিরোধী অভিযানে দুটি ককটেল ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
গ্রেফতারকৃতরা হলেন, কাঞ্চন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল কলির গাড়ি চালক আনোয়ার হোসেন এবং আফজাল হোসেন ও লোহা শাহীন।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত র্যাব, পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ যৌথভাবে উপজেলার কাঞ্চন পৌরসভার কেন্দুয়া ও কাঞ্চন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বাড়ি উত্তরপাড়া এলাকায় সাড়াশি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
বেলাবো তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মিজানুর রহমান জানান, গত কয়েকদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে কাঞ্চন পৌর মেয়র রফিকুল ইসলামের লোকজনের সঙ্গে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল কলির বিরোধ চলছিল। প্রতিদিন উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে বাজারে পেশি শক্তি প্রদর্শন করে আসছে। এতে পুরো এলাকায় আতংক বিরাজ করছিল। এ খবরে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে র্যাব, ডিবি পুলিশ ও রূপগঞ্জ থানার পুলিশ একত্রিত হয়ে কাঞ্চন পৌরসভার কেন্দুয়া পৌর মেয়ের ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কলির বাড়িতে যৌথ অভিযান চালায়। অভিযানে কেন্দুয়া আবুলের বাড়ির সামনে থেকে দেশি অস্ত্র ও কাঞ্চন উত্তরপাড়া এলাকায় কলির বাড়ি থেকে দুটি ককটেল, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেফতার করা হয়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ বলেন, কাঞ্চন পৌর এলাকায় দীর্ঘ দিন ধরে দুটি পক্ষ আধিপত্য বিস্তার নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছিল। এতে পুরো এলাকার মানুষ আতংকে ছিল। সন্ত্রাস মুক্ত করতেই এ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।