ফারুক আহমেদ সুজন: রূপগঞ্জ উপজেলার আলোচিত কায়েতপাড়া ইউনিয়নে নৌকার প্রার্থী জাহেদ আলী । এখানে হেরে গেছেন বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমান মিজান। তিনি বর্তমান চেয়ারম্যান রফিকুল ইসলামের ছোট ভাই। নির্বাচনের জন্য তিনি জেলা পরিষদের সদস্য পদ থেকে অব্যাহতি নিয়েছেন। বৃহস্পতিবার ১১ নভেম্বর সকাল ৮ টা থেকে বিকেল ৪ পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন নিয়ে অনেক আশঙ্কা থাকলেও কোন বিশৃঙ্খলা হয়নি। নারায়ণগঞ্জের রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী জাহেদ আলী ১৭ হাজার ৮৭৮ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী প্রার্থী মিজানুর রহমান ১৭ হাজার ২২০ ভোট পেয়ে পরাজিত হন।
রুপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জাহেদ আলী নৌকার মনোনয়ন পান। তবে এখানে নৌকার বিদ্রোহী প্রার্থী হিসেবে রয়েছেন মিজানুর রহমান। এই বিদ্রোহী প্রার্থীকে সমর্থন দিচ্ছেন রংধনু গ্রুপের চেয়ারম্যান ও তার বড় ভাই রফিকুল ইসলাম।
শিরোনাম :
রুপগঞ্জ কায়েতপাড়ায় ইউপি নির্বাচনে জিতলো নৌকা
- বাংলার খবর ডেস্ক :
- আপডেট টাইম : ০৪:১১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১
- ১৪৭৪ বার
Tag :
জনপ্রিয় সংবাদ