পূর্বাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নববর্ষ উপলক্ষে রক্ত কণিকার দুই দিনব্যাপী ফ্রী ব্লাড ক্যাম্পিং Logo পাটগ্রামে ভ্যান চালক জহুরুলের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা Logo পাটগ্রামে নানা আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন Logo নববর্ষের শুভেচ্ছা জানালেন আসাদুজ্জামান আসাদ আউলিয়ার হাট কাজী নিজামিয়া দাখিল মাদরাসায় সুপারিন্টেন্ডেন্ট Logo মোবাইল কিনে না দেওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা Logo চট্টগ্রামে সড়ক দুর্ঘটনা রোধকল্পে ও সড়ক শৃঙ্খলা নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo সিসকো’র ‘বাংলাদেশ পার্টনার অব দ্য ইয়ার এফওয়াই২৪’ এওয়ার্ড জিতলো স্মার্ট Logo লালমনিরহাটে ১৬ বছর সংসার করেও প্রেমের টানে ঘর ছুট স্ত্রী! Logo দুধের শিশুকে বিক্রি করলেন বাবা, বিচার চেয়ে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছে নিরুপায় মা Logo বগুড়ায় গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

বাংলাদেশে সনাতন ধর্মালম্বীদের ঘরে ঘরে ভাই ফোঁটা

ডেস্কঃ সারা বিশ্বের মতো বাংলাদেশে সনাতন ধর্মালম্বীদের ঘরে ঘরে শনিবার রাতে ভাইয়ের দীর্ঘায়ু কামনায় ভাই ফোঁটা অনুষ্ঠিত হয়েছে। এ দিনে বোনেরা উপবাস রেখে ভাইয়ের কপালে বাঁ হাতের অনামিকা আঙ্গুল দিয়ে চন্দন, ঘি, কাজল, মধু, শিশির মিশ্রিত ফোঁটা দিয়ে ভাইয়ের সুস্বাস্থ্য, মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করেন।

সাধারণত এ সময় বোনেরা বলেন, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাঁটা, যমুনা দেয় যমকে ফোঁটা, আমি দেই আমার ভাইকে ফোঁটা।

জানাগেছে, ভাই ফোঁটা সম্পর্কে পুরাণে উল্লেখ আছে কার্তিকেয় শুক্লা দ্বিতীয়া তিথিতে যমুনা দেবী তাঁর ভাই যমের মঙ্গল কামনায় গভীর ধ্যানমগ্ন হয়ে পুজা করেন। তাঁরই পুণ্য প্রভাবে যম দেব অমরত্ব লাভ করেন। বোন যমুনা দেবীর পূজার ফলে ভাই যমের এই অমরত্ব লাভ করেন। বোন যমুনা দেবীর পূজার ফলে ভাই যমের এই অমরত্ব লাভের চেতনায় উদ্ভুদ্ধ হয়ে বর্তমান কালের বোনেরাও এই সংস্কৃার বা ধর্মাচার পালন করে আসছে ।

ভাই ফোঁটা সম্পর্কে নারায়ণগঞ্জ সদর উপজেলা পূজা উদযাপন কমিটির সহ সভাপতি রণজিৎ মোদক নিউজ নারায়ণগঞ্জকে বলেন, সেই প্রাচীনকাল থেকেই এই বাংলায় ভাই ফোঁটার প্রচলন রয়েছে। সব বোনেরা ভাইদের মঙ্গল কামনায় ভাই ফোঁটার এই রীতি মেনে চলছেন বংশ পরম্পরায়। তিনি বলেণ, এতে করে ভাই বোনের মধ্যে পারষ্পরিক হৃদ্যতা বজায় থাকে আমৃত্যু।

Tag :
জনপ্রিয় সংবাদ

নববর্ষ উপলক্ষে রক্ত কণিকার দুই দিনব্যাপী ফ্রী ব্লাড ক্যাম্পিং

বাংলাদেশে সনাতন ধর্মালম্বীদের ঘরে ঘরে ভাই ফোঁটা

আপডেট টাইম : ০৫:৫৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ৬ নভেম্বর ২০২১

ডেস্কঃ সারা বিশ্বের মতো বাংলাদেশে সনাতন ধর্মালম্বীদের ঘরে ঘরে শনিবার রাতে ভাইয়ের দীর্ঘায়ু কামনায় ভাই ফোঁটা অনুষ্ঠিত হয়েছে। এ দিনে বোনেরা উপবাস রেখে ভাইয়ের কপালে বাঁ হাতের অনামিকা আঙ্গুল দিয়ে চন্দন, ঘি, কাজল, মধু, শিশির মিশ্রিত ফোঁটা দিয়ে ভাইয়ের সুস্বাস্থ্য, মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করেন।

সাধারণত এ সময় বোনেরা বলেন, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাঁটা, যমুনা দেয় যমকে ফোঁটা, আমি দেই আমার ভাইকে ফোঁটা।

জানাগেছে, ভাই ফোঁটা সম্পর্কে পুরাণে উল্লেখ আছে কার্তিকেয় শুক্লা দ্বিতীয়া তিথিতে যমুনা দেবী তাঁর ভাই যমের মঙ্গল কামনায় গভীর ধ্যানমগ্ন হয়ে পুজা করেন। তাঁরই পুণ্য প্রভাবে যম দেব অমরত্ব লাভ করেন। বোন যমুনা দেবীর পূজার ফলে ভাই যমের এই অমরত্ব লাভ করেন। বোন যমুনা দেবীর পূজার ফলে ভাই যমের এই অমরত্ব লাভের চেতনায় উদ্ভুদ্ধ হয়ে বর্তমান কালের বোনেরাও এই সংস্কৃার বা ধর্মাচার পালন করে আসছে ।

ভাই ফোঁটা সম্পর্কে নারায়ণগঞ্জ সদর উপজেলা পূজা উদযাপন কমিটির সহ সভাপতি রণজিৎ মোদক নিউজ নারায়ণগঞ্জকে বলেন, সেই প্রাচীনকাল থেকেই এই বাংলায় ভাই ফোঁটার প্রচলন রয়েছে। সব বোনেরা ভাইদের মঙ্গল কামনায় ভাই ফোঁটার এই রীতি মেনে চলছেন বংশ পরম্পরায়। তিনি বলেণ, এতে করে ভাই বোনের মধ্যে পারষ্পরিক হৃদ্যতা বজায় থাকে আমৃত্যু।