মোঃ নাজমুল হাসান টিপুঃ আসন্ন নারায়ণগঞ্জের রূপগঞ্জে কায়েতপাড়া ইউপি নির্বাচনকে কেন্দ্র করে বাপ-বেটা ও দুই ভাইয়ের লড়াই তীব্রভাবেই চলছে। আগামী ১১’ই নভেম্বর, ২০২১ ইং এর বৃহস্পতিবার দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনকে সামনে রেখে পুরো নারায়ণগঞ্জ জেলা জুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে।
একদিকে আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মোঃ জাহেদ আলী-এর পক্ষে সরাসরি মাঠে সরব রয়েছেন নারায়ণগঞ্জ – ১ (রূপগঞ্জ)-এর মাননীয় সাংসদ, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি, বস্ত্র ও পাটমন্ত্রী গাজী গোলাম দস্তগীর (বীরপ্রতীক) ও তাঁর পুত্র — বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক এবং গাজী গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ডিএমডি গাজী গোলাম মোর্তজা পাপ্পা।
অন্যদিকে রংধনু গ্রুপের চেয়ারম্যান ও প্রখ্যাত ব্যবসায়ী এবং সমাজসেবক আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম রফিক ও তাঁর ছোট ভাই স্বতন্ত্র আনারস মার্কার চেয়ারম্যান পদপ্রার্থী রংধনু গ্রুপের পরিচালক ও তরুণ সমাজসেবক মোঃ মিজানুর রহমান মিজান। দু’পক্ষই নির্বাচনে চেয়ারম্যান পদটি ধরে রাখতে মরিয়া হয়ে উঠেছেন।
বাপ-বেটা ও দুই ভাইয়ের লড়াই এখন রূপগঞ্জের পাড়া-মহল্লায়, হাট-বাজারে, চায়ের দোকানে মানুষের মুখে মুখরিত। একদিকে মন্ত্রী গাজী গোলাম দস্তগীর বীরপ্রতীক এর জনপ্রিয়তা আবার অন্যদিকে সমাজসেবক মোঃ রফিকুল ইসলাম রফিক এর জনপ্রিয়তা বিশ্লেষণ করলে তা এখনো পরিষ্কার করে বোঝা যাচ্ছে না।
কার জনপ্রিয়তা কতখানি তা দেখার জন্য অপেক্ষা করতে হবে ১১’ই নভেম্বর, ২০২১ ইং এর বৃহস্পতিবারের জনগণের রায়ের দিনটি পর্যন্ত। উভয়পক্ষের মধ্যেই চলছে নির্বাচনী মাঠে বিজয়ী হওয়ার তীব্র আকাঙ্খা। জনগণ ভালোমন্দের পার্থক্য ও হিসাব মিলাতে গিয়ে বারবার ধাঁধায় পড়ছেন। কারণ একদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী আবারও অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী হলেও ডোনার হিসাবে খ্যাত রংধনু শিল্পগোষ্ঠী। এখন ১১’ই নভেম্বর সারাদিন নির্বাচনে জনগণের ভোটের ওপর চেয়ারম্যান হিসাব-নিকাশ মিলানোর জন্য মুখিয়ে থাকতে হবে — সবাইকে।
সূত্রঃ দৈনিক বাংলার চোখ।