মোঃ নাজমুল হাসান টিপু, (বাংলার খবর ২৪.কম)- আসন্ন নারায়ণগঞ্জের রূপগঞ্জে আগামী ১১'ই নভেম্বর, ২০২১ ইং এ অনুষ্ঠিত হবে সাধারণ ইউপি নির্বাচন। আর এ ইউপি নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী গরম হাওয়া বয়ে চলছে -- কায়েতপাড়া ইউনিয়নে। এরই ধারাবাহিকতায় এ ইউনিয়নের ৩ নং ওয়ার্ড থেকে মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতায় মাঠে সরব রয়েছেন -- সাবেক কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক মোঃ মতিন মোল্লা।
সাংবাদিক সাক্ষাতকারে তিনি (মতিন মোল্লা) বলেন, আমি একজন সাধারণ পরিবারের মানুষ। কিন্তু ছোটবেলা থেকেই আমার মধ্যে দেশ ও মানুষের সেবা করার লক্ষ্য সৃষ্টি হয়। এরপর আমি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারণ করে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে জীবনের নানান রাজনৈতিক সংকটাবস্থা ও চড়াই-উৎরাই পার করে আওয়ামী লীগ রাজনীতিতে নিঃস্বার্থভাবে অনেক ত্যাগ-তিতিক্ষা সহ্য করে কাজ করে আসছি।
পাশাপাশি সমাজের নানান সমস্যা দেখে কখনো ঘরে বসে থাকতে পারেনি তাই নিজের সর্বোচ্চ প্রচেষ্টা ও সামর্থ্য অনুযায়ী অসহায়, গরীব, দুঃখী ও অবহেলিত মানুষের পাশে থেকে সুখদুঃখে সবাইকে আপন করে আগলে রেখে এলাকাবাসীর সেবায় নিজেকে নিয়োজিত রেখেছি। আমি কখনো অন্যায়, অবিচার ও জুলুমের কাছে নিজেকে নত করিনি। জনগণ যখন আমাকে ডাক দিয়েছে তখনই তাদের পাশে দাড়িয়েছি। আর জনগণের প্রতি আমার সেসব কর্ম ও অবদানগুলিই তাঁরা মনে রেখেছে। তাই জনগণের ইচ্ছায় আমি মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছি।
আমি যদি মেম্বার নির্বাচিত হই তাহলে আমার এ নির্বাচনী এলাকার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে কাজ করে যাবো। ইনশাআল্লাহ। এরপর মতিন মোল্লা আরও বলেন, কায়েতপাড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের অনেক মানুষই আছে যাঁরা কখনো কোনো জনপ্রতিনিধির কাছ থেকে উল্লেখ করার মতো তেমন কিছু পায়নি। বরং এ ওয়ার্ডের অনেকেই নিজেদের ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়েছে। অনেকই আবার পথের ফকির হয়েছে। এবং মেম্বার নামধারী হায়নাদের আঁচড়ে অনেক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই জনগণ অতীতের ভুল করার পুনরাবৃত্তি আর করতে চায়না বলেই আমাকে ভালোবেসে ও আমার প্রতি আস্থা রেখে তাঁরাই আমাকে মেম্বার হওয়ার জন্য সাহস দিয়েছে।
আর জনগণের দেওয়া সাহস ও তাদের ভালোবাসার শক্তি নিয়েই আমি মেম্বার পদে ঘুড়ি মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বীতায় এসেছি। আমি যদি মেম্বার হওয়ার সুযোগ পাই আর জনগণও যদি তাদের মুল্যবান ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করে তাহলে আমার মূল লক্ষ্য ও উদ্দেশ্যই হলো -- কায়েতপাড়া ইউনিয়নের এ ৩ নং ওয়ার্ডটিকে একটি উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলবো। এবং এ এলাকা থেকে সন্ত্রাস, চাঁদাবাজ, অবৈধ জমি দখলবাজ, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ দূর করে সমাজের নানান সমস্যা সমাধানের নিমিত্তে একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ, নিরাপদ ও সুশৃঙ্খল সমাজব্যবস্থা প্রতিষ্ঠিত করবো। ইনশাআল্লাহ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান