বাংলার খবর২৪.কম : রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ও ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশার বিরুদ্ধে মামলা হয়েছে।
রাজশাহী নগরীর একটি কলেজে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগে মঙ্গলবার রাজশাহী সদর জ্যেষ্ঠ সহকারী জজ আদালতে মামলাটি দায়ের করেন মমতাজ সুলতানা ফারুকী নামের এক চাকুরী প্রার্থী।
নগরীর শাহ মখদুম কলেজে অর্থনীতি বিষয়ে প্রভাষক নিয়োগে অনিয়মের অভিযোগে মামলাটি দায়ের করেন তিনি। চাকুরী প্রার্থী মমতাজ সুলতানা ফারুকীর বাড়ি নগরীর কাজলা এলাকায়। তিনি একজন মুক্তিযোদ্ধার সন্তান।
কলেজ পরিচালনা কমিটি ও নিয়োগ পরীক্ষার সভাপতি সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, নিয়োগ কমিটির সদস্য সচিব ও কলেজের অধ্যক্ষ আমিনুর রহমান এবং বিষয় বিশেষজ্ঞসহ নিয়োগ কমিটির অন্য তিন সদস্যকেও ওই মামলায় আসামি করা হয়। আদালতের বিচারক সুরাইয়া শাহাব মামলাটি আমলে নিয়েছেন।
বাদী পক্ষের আইনজীবী একেএম আনোয়ার হোসেন বলেন, আদালত মামলাটি আমলে নিলেও কোন আদেশ দেননি। বুধবার এ মামলার আদেশ দিতে পারেন বলে জানান তিনি। তিনি ছাড়াও অ্যাডভোকেট সৈয়দা শামসুন্নাহার মুক্তি মামলা পরিচালনায় অংশ নেন।
মামলার আর্জিতে উল্লেখ করা হয়, গত ২৮ সেটেম্বর শাহ মখদুম কলেজে অর্থনীতিসহ বিভিন্ন বিষয়ে শিক্ষক নিয়োগের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। অর্থনীতি বিষয়ে ১৪ প্রার্থী পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে শাহনাজ বেগম নামের এক প্রার্থীর স্বামী আব্দুর রশিদ সরকার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক।
নিয়োগ পরীক্ষায় বিষয়ভিত্তিক বিশেষজ্ঞ হিসেবে আনা হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক কাজী জুলফিকার আলীকে। তাদের পক্ষপাতের মাধ্যমে শাহনাজ বেগমকেই নিয়োগ দেয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এর আগে, একই অভিযোগের কারণে এর আগে গত বছর ১৩ অক্টোবর অনুষ্ঠিতব্য পরীক্ষা একদিন আগেই স্থগিত করা হয়। তখন এই মামলার বাদীর বাবা মুক্তিযোদ্ধা ফারুক আহাম্মেদ সিদ্দিকী একই অভিযোগ এনে কলেজ পরিচালনা কমিটি সভাপতি ও স্থানীয় সাংসদ ফজলে হোসেন বাদশার কাছে অভিযোগ করেছিলেন। অভিযোগ পেয়ে সাংসদ ওই পরীক্ষা স্থগিত করেছিলেন। তিনি তখন পরীক্ষা পরে নেওয়ার এবং অন্য বিশ্ববিদ্যালয় থেকে বিশেষজ্ঞ আনার মৌখিক আশ্বাস দিয়েছিলেন।
কিন্তু পরবর্তীতে গত ২৮ সেপ্টেম্বর পরীক্ষা নেওয়ার সময় কাকে বিশেষজ্ঞ আনা হবে তা গোপন রাখা হয়। এবার মৌখিক পরীক্ষার সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকেই বিশেষজ্ঞ আনার বিষয়টি নিশ্চিত হন প্রার্থীরা।
এ ব্যাপারে মুঠোফোনে যোগাযোগ করা হলে নিয়োগ কমিটি সদস্য সচিব ও শাহ মখদুম কলেজের অধ্যক্ষ আমিনুর রহমান এ অভিযোগ অস্বীকার করেন। তিনি দাবি করেন; সুষ্ঠু, নিরপেক্ষ ও পক্ষপাতহীনভাবে পরীক্ষা নেয়া হয়েছে। যোগ্য প্রার্থীকেই নিয়োগ দেয়া হয়েছে। এসময় নিয়োগ পরীক্ষায় বিশেষজ্ঞ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে মনোনীত করা হয় বলে জানান তিনি।
যোগাযোগ করা হলে নিয়োগে পক্ষপাতিত্বের অভিযোগ অস্বীকার করেছেন সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। তিনি বলেন, এ ধরণের কোনো সুযোগ নেই। মামলাটি আইনি প্রক্রিয়ায় মোকাবেলার কথা জানান তিনি।