অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রাম  উপজেলা পরিষদের  পক্ষ থেকে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে  বাইসাইকেল বিতরণ Logo মেয়েকে হত্যা করে মায়ের আত্মহত্যা মরদেহের পাশ থেকে চিরকুট উদ্ধার Logo বগুড়ায় মাকে হত্যার দায়ে ছেলে সাদ ৩ দিনের রিমান্ডে Logo জমা টাকার বদলে হুমকি অভিযোগের ৭দিন পরেও ব্যবস্থা নেয়নি সমবায় দপ্তর Logo জোয়ারসাহারায় বিআরটিএ এর ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা কেন্দ্র পরিদর্শন বিপ্লবী ছাত্র জনতার Logo লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ শ্রমিক নিহত Logo সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো নেশা তুহিনের Logo ৭ই নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত। Logo বিআরটিএতে লটারি’র মাধ্যমে ৩৭ জন মোটরযান পরিদর্শক বদলি Logo বিআরটিএতে লটারি’র মাধ্যমে ৩৭ জন মোটরযান পরিদর্শক বদলি

রাজশাহীতে ছাত্রকে আটকে রেখে মারপিট, আটক ৫

বাংলার খবর২৪.কমindex_54486 : মুক্তিপণের দাবিতে রাজশাহী নগরীর একটি ছাত্রাবাসে আটকে রেখে শাহরিয়ার হোসেন (২২) নামের এক ছাত্রকে বেদম মারপিট করেছে অপহরণকারীরা। মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে সপুরা এলাকার মুক্ত লজ ছাত্রাবাসের চতুর্থ তলা থেকে তাকে উদ্ধার করেছে বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

এসময় অপহরণকারী সন্দেহে পাঁচ জনকে আটক করা হয়েছে। বর্তমানে শাহরিয়ার গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল চিকিৎসাধীন রয়েছেন। শাহরিয়ার ইউনিভার্সিটি অব ইনফরমেশন অ্যান্ড টেকনোলজির (ইউআইটিএস) ছাত্র। তার বাড়ি নওগাঁর মহাদেবপুর থানার আব্দুল্লাহপুরে। তিনি নগরীর সাহেব বাজার এলাকায় মোল্লা ছাত্রাবাসে থাকতেন।

এ ঘটনায় আটককৃতরা হলেন- নগরীর সপুরা এলাকার শফিকুল ইসলামের ছেলে সোয়ান উদ্দীন, মজিবুর রহমানের ছেলে আসাদুর রহমান, রেজাউল করিমের ছেলে ইমরান হোসেন, সাহেব বাজার এলাকার সেলিম শেখের ছেলে ফয়সাল ইবনে সেলিম এবং শাহ মখদুম থানা এলাকার ইমরান হুদার ছেলে গালিব আওয়াল।

নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সোবহান এ তথ্য নিশ্চিত করে জানান, আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ছাত্রকে কৌশলে অপহরণ করে মুক্তিপণ দাবি এবং মারধরের কথা স্বীকার করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থাগ্রহণ হবে।

এছাড়া আহত অবস্থায় উদ্ধার ওই ছাত্রকে বিকেলে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। তার নাক ফেটে গেছে। লাঠি দিয়ে পেটানোর কারণে বাম পা ভেঙে গেছে। শাহরিয়ারের অবস্থা সংকটাপন্ন। তার অভিভাবকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। একই সঙ্গে এ ঘটনায় জড়িত নারী অধরাকে খোঁজা হচ্ছে বলে জানান ওসি।

বেলা ১টার দিকে অধরা নামের একটি মেয়ে ফোন করে শাহরিয়ারকে ওই ছাত্রাবাসে ডেকে নেয়। ওই সময় আগে থেকে ওঁৎপেতে থাকা অপহরণকারীরা অস্ত্রের ভয় দেখিয়ে তাকে তাকে আটকে রেখে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এতে রাজি না হওয়ায় লাঠি দিয়ে বেদম মারধর করা হয় তাকে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রাম  উপজেলা পরিষদের  পক্ষ থেকে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে  বাইসাইকেল বিতরণ

রাজশাহীতে ছাত্রকে আটকে রেখে মারপিট, আটক ৫

আপডেট টাইম : ০২:৪০:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০১৪

বাংলার খবর২৪.কমindex_54486 : মুক্তিপণের দাবিতে রাজশাহী নগরীর একটি ছাত্রাবাসে আটকে রেখে শাহরিয়ার হোসেন (২২) নামের এক ছাত্রকে বেদম মারপিট করেছে অপহরণকারীরা। মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে সপুরা এলাকার মুক্ত লজ ছাত্রাবাসের চতুর্থ তলা থেকে তাকে উদ্ধার করেছে বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

এসময় অপহরণকারী সন্দেহে পাঁচ জনকে আটক করা হয়েছে। বর্তমানে শাহরিয়ার গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল চিকিৎসাধীন রয়েছেন। শাহরিয়ার ইউনিভার্সিটি অব ইনফরমেশন অ্যান্ড টেকনোলজির (ইউআইটিএস) ছাত্র। তার বাড়ি নওগাঁর মহাদেবপুর থানার আব্দুল্লাহপুরে। তিনি নগরীর সাহেব বাজার এলাকায় মোল্লা ছাত্রাবাসে থাকতেন।

এ ঘটনায় আটককৃতরা হলেন- নগরীর সপুরা এলাকার শফিকুল ইসলামের ছেলে সোয়ান উদ্দীন, মজিবুর রহমানের ছেলে আসাদুর রহমান, রেজাউল করিমের ছেলে ইমরান হোসেন, সাহেব বাজার এলাকার সেলিম শেখের ছেলে ফয়সাল ইবনে সেলিম এবং শাহ মখদুম থানা এলাকার ইমরান হুদার ছেলে গালিব আওয়াল।

নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সোবহান এ তথ্য নিশ্চিত করে জানান, আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ছাত্রকে কৌশলে অপহরণ করে মুক্তিপণ দাবি এবং মারধরের কথা স্বীকার করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থাগ্রহণ হবে।

এছাড়া আহত অবস্থায় উদ্ধার ওই ছাত্রকে বিকেলে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। তার নাক ফেটে গেছে। লাঠি দিয়ে পেটানোর কারণে বাম পা ভেঙে গেছে। শাহরিয়ারের অবস্থা সংকটাপন্ন। তার অভিভাবকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। একই সঙ্গে এ ঘটনায় জড়িত নারী অধরাকে খোঁজা হচ্ছে বলে জানান ওসি।

বেলা ১টার দিকে অধরা নামের একটি মেয়ে ফোন করে শাহরিয়ারকে ওই ছাত্রাবাসে ডেকে নেয়। ওই সময় আগে থেকে ওঁৎপেতে থাকা অপহরণকারীরা অস্ত্রের ভয় দেখিয়ে তাকে তাকে আটকে রেখে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এতে রাজি না হওয়ায় লাঠি দিয়ে বেদম মারধর করা হয় তাকে।