বাংলার খবর২৪.কম : টঙ্গীতে শিবিরের একটি মেসে দুই দফা অভিযান চালিয়ে দুই জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার বিকেলে টঙ্গীর আউচপাড়ার একটি মেসে এ অভিযান চালায় পুলিশ। প্রথম দিকে দুপুরে অভিযান চালিয়ে পুলিশ ওই মেস থেকে হাসান্নুজ্জামান নামের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র ও বাড়ির মালিকের ছেলে আবদুল্লাহকে আটক করে।
এরপর বিকেলে অভিযান চালিয়ে তালাবদ্ধ মেসটি থেকে পাউডার জাতীয় বিস্ফোরক দ্রব্য, জর্দার কৌটা, স্কচ টেপ, বস্তা ভর্তি ইটের টুকরো, ১টি চাপাতি, ১টি ছোরা, সিডি ও শিবিরের সাংগঠনিক বিভিন্ন বইপুস্তক, কর্মীদের মাসিক চাঁদার রশিদ বই ও কর্মীদের বায়োডাটা উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, আউচপাড়া আব্বাস আলী রোডে বায়তুল হামদুলিল্লাহ নামের একটি আট তলা বাড়িতে বিভিন্ন কলেজ ও ইউনিভার্সিটিতে পড়–য়া ছাত্ররা মেস করে থাকতো। পুলিশি অভিযানের পর স্থানীয়রা জানতে পারেন মেসটি শিবির নিয়ন্ত্রিত ছিল।
এদিকে আটকের ঘটনার নিন্দা জানিয়ে টঙ্গী থানা জামায়াতের আমির মাওলানা গোলামুল কুদ্দুস ও সেক্রেটারি আফজাল হোসাইন এক বিবৃতিতে ছাত্রদের বন্ধ মেসে তালা ভেঙ্গে পুলিশি অভিযানের নিন্দা জানিয়ে বলেন, পুলিশ অভিযানের নামে ছাত্রদের বইপুস্তক, আসবাবপত্র তছনছ, ভাংচুর ও লুটপাট করেছে।
আওয়ামীলীগের ক্যাডাররাও এতে অংশ নেয় বলে তারা দাবি করে জানান, পুলিশ অভিযানের নামে ওই বাড়ির প্রায় প্রতিটি ফ্লোরে নারকীয় তা-ব চালিয়েছে।
টঙ্গী জামায়াতের নেতৃবৃন্দ আরো জানিয়েছেন, ‘পুলিশ দীর্ঘক্ষণ ওই বাড়িতে অভিযান চালানোর সময় ভেতরে কাউকে ঢুকতে দেয়নি। তবে সন্ধ্যায় ওই বাড়িতে গণমাধ্যম কর্মীদের ডেকে এনে বিস্ফোরক দ্রব্য ও জিহাদী বই উদ্ধারের কল্পিত কাহিনী প্রচার করা হয়।