প্রেস বিজ্ঞপ্তি: মাদ্রাসা শিক্ষকদের সংশোধিত জনবল কাঠামো ও নীতিমালা প্রকাশের ১০ মাস অতিবাহিত হলেও জ্যেষ্ঠ প্রভাষক পদে পদোন্নতি না দেয়ায় ক্ষোভ প্রকাশ করেছে বিএমজিটিএ নেতৃবৃন্দ । গত বছর ২৩শে নভেম্বর মাসে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এ নীতিমালা জারি করে । আজ সন্ধ্যায় বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন (বিএমজিটিএ) রংপুর বিভাগীয় ভার্চুয়াল আলোচনাসভায় এ ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দ । কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি (রংপুর বিভাগ ) আব্দুল ওয়াহিদের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ও জাতীয় শিক্ষক নেতা,বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের সদস্য মোঃ হারুন অর রশিদ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মহাসচিব মো: শান্ত ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএমজিটিএ স্থায়ী কমিটির সদস্য সুলতান মাহমুদ,কে,এম শামীম,ফিরোজ আলম, মেহেদী হাসান সরকার,এলিন তালুকদার,কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব(বরিশাল বিভাগ) আল মামুন ও আব্দুর রশিদ(রংপুর বিভাগ),সাংগঠনিক সম্পাদক(রংপুর বিভাগ) মাইদুল ইসলাম,সহ সাংগঠনিক সম্পাদক(রংপুর বিভাগ) ইদ্রিস আলী,প্রচার সম্পাদক জসিম উদ্দিন,সাহিত্য ও পাঠাগার সম্পাদক আজহারুল ইসলাম মুক্তার,ছাত্র কল্যান বিষায়ক সম্পাদক মিজানুর রহমানও সদস্য ইফতেখায়রুজ্জামান। এসময় রংপুর বিভাগের রংপুর,দিনাজপুর, কুড়িগ্রাম,গাইবান্ধা,ঠাকুরগাঁও,নীল ফামারী,পঞ্চগড় ও লালমনিরহাট জেলা থেকে বক্তব্য রাখেন মেফতাহুল ইসলাম,মাহবুবুর রহমান,মোহেবুর রহমান,নাজমুন্নাহার নাজমা,আইয়ুব আলী,মামুনুর রশিদ,মিজানুর রহমান,উম্মে হাবিবা,মাজেদুর রহমান,আমিনুল ইসলাম,আতাউর রহমান,নিলুফা আফরোজ,শামীম হোসেন,ফেরদাউস আলম,সাবির হোসেন,জয়নাল আবেদীন জয়,জিয়াউল হক,মনিরুজ্জামান,আশরাফুল আলম,জাহিদ হাসান,মোতালেব হোসেন মহিন,আবুল কালাম আজাদ,আব্দুর রাজ্জাক,ইউসুফ চৌধুরী,ওমর ফারুক,ফরহাদ হোসেন,খোরশেদ আলমসহ রংপুর বিভাগের বিভিন্ন জেলা,উপজেলার বিভিন্ন পদ মর্যাদার শিক্ষক নেতৃবৃন্দ। রংপুর বিভাগের আজকের ভার্চুয়াল আলোচনা সভায় বক্তারা মাদ্রাসা শিক্ষকদের নীতিমালা প্রকাশের ১০ মাস পরও জ্যেষ্ঠ প্রভাষক পদে পদোন্নতি না দেয়ায় ক্ষোভ প্রকাশ করেন।
এ সময়ে পূর্ণাঙ্গ উৎসব ভাতা,সরকারি শিক্ষকদের ন্যায় শতভাগ বাড়ি ভাড়া,সকল প্রভাষকদের সহকারী অধ্যাপক পদে পদোন্নতি,মাদ্রাসার প্রশাসনিক পদে জেনারেলদের আবেদনের সুযোগ প্রদান ও মাদ্রাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবি জানান ।
আজ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে তার দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করা হয় ।