ডেস্ক : স্ত্রীকে নির্মমভাবে হত্যা করে থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন এক ব্যাংক কর্মকর্তা। পরে পুলিশ তার বাড়িতে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
রোববার (৫ সেপ্টেম্বর) রাতে ভারতের পশ্চিম বর্ধমানের কাঁকসা থানা এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তির নাম বিপ্লব পরিয়াদ। তিনি সেন্ট্রাল ব্যাংক অব ইন্ডিয়ার দুর্গাপুর শাখার সহকারী ব্যবস্থাপক।
পুলিশ বলছে, রোববার রাতে অভিযুক্ত বিপ্লব মোটরসাইকেল চালিয়ে কাঁকসা থানায় আসেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানান, তিনি স্ত্রীকে খুন করেছেন। পুলিশ তখন তার বাড়িতে গিয়ে দেখে, মেঝেতে পড়ে আছে বিপ্লবের স্ত্রীর মরদেহ।
পুলিশ জানায়, ওই নারীর নাম ঈপ্সা প্রিয়দর্শিনী (২৫)।
বিপ্লব পুলিশকে জানিয়েছে, ২০১৯ সালে তিনি ঈপ্সাকে বিয়ে করেন। তারা ওড়িশার কটকের বাসিন্দা। তবে কাঁসকায় তারা বাড়ি ভাড়া নিয়ে থাকতেন। বিয়ের পর থেকেই তাদের মধ্যে ঝগড়া হতো। ঘটনার দিনও তাদের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে গলায় কুকুরের বেল্ট পেঁচিয়ে ঈপ্সাকে হত্যা করেন বিপ্লব।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, অতিরিক্ত চাহিদা ও অত্যাচার সহ্য করতে না পেরেই স্ত্রীকে হত্যা করেছেন বলে পুলিশকে জানায় ওই ব্যাংক কর্মকর্তা। পরে তাকে হেফাজতে নেয় পুলিশ।
কাঁকসা থানার এক পুলিশ কর্মকর্তা বলেন, ইতিমধ্যেই ঈপ্সার বাড়িতে খবর পাঠানো হয়েছে। ইপ্সার পরিবারের সদস্যদের কাছ থেকে আরও তথ্য জানার চেষ্টা করছে পুলিশ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান