মোঃ আঃ রাজ্জাক লালমনিরহাট।। লালমনিরহাট বুড়িমারী মাইয়ামরাঘাট সীমান্তে ভারতীয় চেংরাবান্ধায় বিএসএফ’র গুলিতে দুই বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। আজ রোববার (২৯ আগস্ট) ভোরে বুড়িমারী জিরো পয়েন্টের বাঁধের মাথা ও ভারতের চ্যাংড়াবান্ধা সীমান্তে এ ঘটনা ঘটে।
নিহতদের নাম- বুড়িমারী ইউনিয়নের বুলবুল হোসেনের ছেলে ইউনুস (৩৫) ও পাটগ্রামের সাগর (৩৪)।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক এর সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ দুটি বিএসএফ সদস্যরা ভারতের চেংড়াবান্ধা থানায় নিয়ে গেছে।
৬১ বুড়িমারী বিজিবি ক্যাম্প সূত্র জানিয়েছে, দুই বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ মরদেহ চেংড়াবান্ধা অংশে পড়ে ছিল। বিজিবির সদস্যরা সীমান্তে টহল জোরদার করেছে। মরদেহ ফিরিয়ে আনতে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান