বাংলার খবর২৪.কম : ধর্মনিরপেক্ষতা আওয়ামী লীগের মুখোশ বলে মন্তব্য করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেন, আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষতায় নয়, ধর্মহীনতায় বিশ্বাসী।
মঙ্গলবার শুভ বিজয়া উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে একথা বলেন তিনি।
এসময় তিনি বলেন, নিজ ধর্মসহ সকল ধর্মের প্রতি আঘাত করাই সরকারের ইচ্ছা।
বিএনপি ঐক্য ও সম্প্রীতির রাজনীতিতে বিশ্বাস করে। সুযোগ আসলে তা দেখিয়ে দেওয়া হবে বলেও জানান খালেদা জিয়া।
তিনি বলেন, বিএনপি সম্প্রীতি ও বন্ধুত্ব চায়, বিএনপি নিজ ধর্মকে ভালবাসে। অন্যের ধর্মকেও শ্রদ্ধা ও সম্মান করে। কারণ বিএনপি জনগণের দল।
তিনি বলেন, বিশ্বজিৎ হত্যায় ছাত্রলীগ জড়িত। নারায়ণগঞ্জে আইনজীবী চন্দন সরকারকেও আওয়ামী লীগ র্যাব দিয়ে হত্যা করেছে।
খালেদা জিয়া বলেন, শুভেচ্ছা বিনিময় করতে এসে একজন বললেন, তারা আওয়ামী লীগ সরকার দ্বারা অত্যাচারিত হচ্ছেন।
এ সময় মঞ্চের নিচে দাঁড়িয়ে থাকা হিন্দু সম্প্রদায়ের অনেকেই খালেদা জিয়ার কাছে অভিযোগ করতে থাকেন। তাদের অভিযোগ শুনে তিনি বলেন, প্রতিনিয়ত হিন্দু ভাইদের ওপর অত্যাচার হচ্ছে।
বক্তব্যের শুরুতে শুভ বিজয়া উপলক্ষে হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা ও অভিনন্দন জানান সাবেক এ প্রধানমন্ত্রী।
এসময় উপস্থিত ছিলেন; বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, ড. আব্দুল মঈন খান, মির্জা আব্বাস, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, বিগ্রেডিয়ার জেনারেল (অব.)আ স ম হান্নান শাহ, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা এ্যাডভোকেট আহমেদ আযম খান, ঢাকা মহানগরের সদস্য সচিব হাবিব উন নবী খান সোহেল, গণশিক্ষা বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট সানা উল্লা মিয়া, ধর্মবিষয়ক সম্পাদক এ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, হিন্দু বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদের আহবায়ক গৌতম চক্রবর্তীসহ অন্যান্য নেতাকর্মী।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান