নিজস্ব প্রতিবেদক: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ কদমতলী থানার আওতাধীন ৬১ নং ওয়ার্ড আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত ও ৬১ নং ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সার্বিক তত্ত্বাবধানে রাজধানী ঢাকার কদমতলী থানাধীন দনিয়া বিশ্ববিদ্যালয়ের পাশে ১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ২৭/৮/২১ ইং তারিখ শুক্রবার বিকেলে শোকসভা, দোয়া ও তবারক বিতরণ অনুষ্ঠিত হয়।
এসময় ২০০০ অসহায়, দুস্থ জনগণের মাঝে খাবার দিলেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আলহাজ্ব কামরুল হাসান রিপন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলহাজ্ব কামরুল হাসান রিপন বলেন, “বাঙালি জাতির স্বপ্নদ্রষ্টা এবং স্বাধীন বাংলাদেশের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ইতিহাস থেকে মুছে ফেলতেই খুনি জিয়ার নেতৃত্বে ১৫ আগস্টের কালরাত্রির ঘটনা। কিন্তু ইতিহাস থেকে কখনো মহানায়কদের মুছে ফেলা যায়না।”
এসময় তিনি ১৫ আগস্ট এবং ২১ আগস্টের কলঙ্কিত ঘটনার জন্য সরাসরি জিয়া পরিবারকে দায়ী করে সামাজিক ভাবে তাদের বয়কটের আহ্বান জানান এবং উক্ত ঘটনা গুলোর জন্য তাদের বিচার দাবি করেন।
৬১ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মজিবুর রহমান মুন্সি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
আয়োজনটির অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৬১ নং ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি, মোঃ দেলোয়ার হোসেন ভূঁইয়া।
সঞ্চালনায় ছিলেন, ৬১ নং ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক, মাহমুদুল আলম বাপ্পি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণ সহ-সভাপতি, সৈয়দ আহমেদ, ঢাকা মহানগর দক্ষিণ কদমতলী থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি, মোঃ মাহবুবুর রহমান মামুন, সাধারণ সম্পাদক,স্বেচ্ছাসেবক লীগ নেতা হারুন ওর রশিদ, কাজি সহেল আহমেদ, দনিয়া কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি, মোঃ শাহ আলম।
এসময় আরো উপস্থিত ছিলেন ৬১নং ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগের শীর্ষ নেতৃবৃন্দ এবং স্বেচ্ছাসেবক লীগের মহানগর, থানা ও ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।