ফারুক আহমেদ সুজন: করোনায় প্রথমদিকে আক্রান্তদের হাসপাতালে ভর্তি এবং তাদের পরিবারের পাশে দাড়িয়েছেন ডিএসসিসির ৬৫ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী সামসুদ্দিন ভুইয়া সেন্টু। একসময় নিজেই এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হতে হয় তাকে। চিকিৎসা শেষে সুস্থ হয়ে আবারো করোনায় প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে এবং ডিএসসিসির মেয়র শেখ ফজলে নূর তাপসের নির্দেশনায় কর্মহীণ শ্রমজীবী-অসহায় মেহনতী মানুষের পাশে দাড়িয়েছেন তিনি। নিজ ৬৫নং ওয়ার্ড এলাকায় অভাবী মানুষের সেবায় রাত-দিন খাদ্য সামগ্রী নিয়ে অবিরাম ছুটে চলেছেন তিনি। শত ব্যস্ততার মধ্যেও সকল রকমের ধর্মীও কাজ করে যান কখনো দিনের কাজে পিছু পা হননি তিনি। তার বিভিন্ন অবদান ও সফলতার কারনে বিভিন্ন সংগঠনসহ সরকারী ও বে-সরকারী ভাবে একাধিক বার সংবর্ধিত করা হয়েছে। এরইমধ্যে এলাকাবাসী একজন সফল ও মানবিক কাউন্সিলর হিসাবে হাজী সামসুদ্দিন ভুইয়া সেন্টুকে পরিচিত করেছেন। এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেছে, করোনাকালে প্রতিদিনই হাজী সামসুদ্দিন ভুইয়া সেন্টু তার সহযোগীদের নিয়ে মানুষের বাড়ী বাড়ী গিয়ে খাদ্য সামগ্রী পৌছে দিয়েছেন। তার ব্যাক্তিগত পক্ষ থেকে প্রায় ১২ হাজার পরিবারকে খাদ্য সামগ্রী দেয়া হয়। এছাড়া সাধারণ মানুষের মাঝে ৮ হাজারে মতো মাস্ক বিতরণ, মানুষকে সচেতন করার জন্য মাইকিং, করোনা মৃতদের দাফন, রোগীদের চিকিৎসা সেবা প্রদান সহ নানা ধরণের কর্মকান্ড এখনো অব্যাহত রেখেছেন তিনি। এছাড়াও নিজ অর্থায়নে এলাকার জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ পরিস্কার করণ, মসজিদ মন্দিরে অবকাঠামো উন্নয়নে আর্থিক সহযোগীতা প্রদানসহ যেকানো ধরণের সামাজিক, ধর্মীয় কাজে সাহায্যের হাত বাড়িয়ে দেন তিনি। কাউন্সিলর হওয়ার পর দুই মেয়াদে ৬৫নং ওয়ার্ডের মোমেনবাগ, আদর্শবাগ, রহমতপুর, মধুবাগ, মুসলিমনগর, মোগল নগর, খুড়িয়াপাড়া, কেরানী পাড়া, দক্ষিণ পাড়া, ভূইয়া বাড়ী, খানবাড়ী, রায়েরবাগ, হাশেম রোড, রায়েরবাগ খানকা, মাতুয়াইল মেডিকেল ও সাদ্দাম মার্কেট, তুষারধারা, গিরিধারা ও মাতুয়াইল কবরস্থানের আধুনিকায়নের পাশাপাশি এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছেন। এর ফলে পুরো ৬৫ নং ওয়ার্ড সাধারণ মানুষের কাছে হাজী সামসুদ্দিন ভুইয়া সেন্টু অত্যান্ত নন্দিত ও মানবিক জনপ্রতিনিধি হিসেবে পরিচিতি লাভ করেছেন। শুধু এলাকার সাধারণ মানুষের কাছে নয়, নিজ দল আওয়ামী লীগের পাশাপাশি অন্য দল ও বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতারাও হাজী সামসুদ্দিন ভুইয়া সেন্টুকে একজন পরো-উপকারী সজ্জন ব্যাক্তি হিসেবে জানেন। এর ফলে নিজের নির্বাচনী এলাকা ৬৫ নং ওয়ার্ড সহ পুরো মাতুয়াইল এলাকায় সাধারণ মানুষের কাছে ইতিমধ্যে মানবিক কাউন্সিলর হিসেবে নিজের ভাবমুর্তি উজ্ঝল করতে সক্ষম হয়েছেন হাজী সামসুদ্দিন ভুইয়া সেন্টু। এ বিষয়ে ৬৫নং ওয়ার্ড কাউন্সিলর হাজী সামসুদ্দিন ভুইয়া সেন্টু বলেন, আমি যতটুকু সম্ভব এলাকার উন্নয়নে ভূমিকা রাখার চেষ্টা করছি। একইসাথে সন্ত্রাস চাঁদাবাজি, মাদক নির্মুলে অগ্রনী ভুমিকা পালন করছি। তিনি বলেন, প্রথম থেকে করোনাকালীন সময়ে এলাকার সুবিধাবঞ্চিত মনুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, মাস্ক বিতরণ থেকে শুরু করে করোনায় মৃত ব্যাক্তিদের দাফনেও অগ্রনী ভুমিকা পালন করে যাচ্ছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান