ডেমরা প্রতিনিধিঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও ২১আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে ডেমরায় আওয়ামীলীগের আলোচনা সভা, বিশেষ দোয়া ও অসহায়দের মাঝে খাবার বিতরনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ৬৮নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মোঃ তারিকুল ইসলাম খান শাহীনের সঞ্চালনায় আজ ২১আগস্ট শনিবার বিকেলে ডেমরার স্টাফ কোয়ার্টারে এ সভা অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ নেতা মোঃ জাবেদ আহাম্মেদ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ডেমরা থানা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম খান মাসুদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬৮নং ওয়ার্ড কাউন্সিলর মাহমুদুল হাসান পলিন। আলোচনা সভা শেষে অসহায় ও দুস্থদের মাঝে খাবার সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দঃ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয় সম্পাদক মোঃ শরিফুল ইসলাম শরিফ, সংরক্ষিত মহিলা কাউন্সিলর মাহফুজা আক্তার হিমেল, ৬৮নং ওয়ার্ড আ,লীগ নেতা মোঃ কামাল হোসেন, ৬৬নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা হাসান মজুমদার বাবলু, ৬৮নং ওয়ার্ড আ,লীগ নেতা মোঃ মহিউদ্দিন খান খোকন সহ অন্যান্য নেতা কর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে রফিকুল ইসলাম মাসুদ বলেন, ১৫ই আগস্ট বাঙালী জাতির জন্য একটি কলংকিত অধ্যায়। একটি স্বাধীনতা বিরোধী চক্র ৭৫ এর ১৫ই আগষ্টে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করে জাতিকে কলংকিত ও শোকাবহ করে তুলেছে। সে শোককে শক্তিতে রুপান্তরিত করে এবং বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়নের লক্ষে বঙ্গবন্ধু কণ্যা জননেত্রী শেখ হাসিনা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে দেশকে একটি উন্নয়নশীল দেশ হিসেবে বিশ্বের দরবারে তুলে ধরেছেন। তিনি আরও বলেন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের সর্বক্ষেত্রেই উন্নয়ন সাধিত হয়। আর স্বাধীনতা বিরোধী শক্তি সে উন্নয়নকে বাধাগ্রস্থ করার জন্য সর্বদা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে কোন ষড়যন্ত্রের মোকাবেলা করে বঙ্গন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠনে আমরা সকলে একত্রিত হয়ে কাজ করবো।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান