ডেস্ক: ঢাকা-ময়মনসিংহ ফোরলেন মহাসড়কে দাঁড়িয়ে থাকা সিমেন্ট বোঝাই একটি ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কায় ৫ জন নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ত্রিশাল উপজেলার বইলর বড় পুকুর নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার বইলর বড় পুকুরপাড় নামকস্থানে শনিবার বিকেল থেকে সড়কের মাঝে নষ্ট হয়ে যাওয়া সিমেন্ট বোঝাই একটি ট্রাক দাঁড়িয়ে থাকে। রাত সাড়ে ৮টার দিকে হালুয়াঘাটগামী ইমাম পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। হাসপাতালে নেয়ার পর আরো দুইজনের মৃত্যু হয়। এ ঘটনায় আরো অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। এরমধ্যে ১০-১২ জনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার পর থেকে মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যানচলাচল বন্ধ থাকলেও রাত ১০টার দিকে যানচলাচল স্বাভাবিক করে ত্রিশাল থানা পুলিশ।
ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মুনিম সারোয়ার জানান, খবর পেয়েই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধার কাজে অংশগ্রহণ করে এবং হতাহতদের উদ্ধার করে।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে ত্রিশাল থানার ওসি মাইন উদ্দিন জানান, নিহতদের পরিচয় শনাক্তে কাজ চলছে। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।