ডেস্ক: সুপ্রিম কোর্টের আলোচিত আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে অব্যাহতি দিয়েছে যুবলীগ। শনিবার (৭ আগস্ট) রাতে কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে ব্যারিস্টার সুমনকে যুবলীগ থেকে বহিষ্কার করা হয়েছে।
সম্প্রতি আওয়ামী লীগের কর্মসূচিতে অংশ নিয়ে দলীয় স্লোগান দেওয়ায় শরীয়তপুরের পালং মডেল থানার ওসির তীব্র সমালোচনা করেন ব্যারিস্টার সুমন। এই কারণে তাঁকে বহিষ্কার করা হয়েছে কি-না, জানতে চাইলে যুবলীগের সাধারণ সম্পাদক বলেন, এই ঘটনাটা তো আপনারা জানেনই। এছাড়া আরও কিছু বিষয় আছে যেগুলোর কারণ দর্শাতে তাঁকে নোটিশ দেওয়া হয়েছিলো। কিন্তু তিনি সন্তোষজনক জবাব দিতে না পারায় যুবলীগ তাঁকে অব্যাহতি দিয়েছে।
বিভিন্ন সময়ে নানান ইস্যুতে ফেসবুক লাইভ করে আলোচনায় আসেন ব্যারিস্টার সুমন। তবে যুবলীগের কেন্দ্রীয় আইন সম্পাদকের পদ পাওয়ার পর তিনি লাইভ কমিয়ে দেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা হয়। তবে সুমন দাবি করেন, তিনি বরাবরই প্রতিবাদী। যেকোনো অসংগতি সামনে এলে তিনি প্রতিবাদ করেন।
সম্প্রতি আওয়ামী লীগের দলীয় কর্মসূচিতে অংশ নিয়ে পুষ্পস্তবক অর্পণ এবং রাজনৈতিক স্লোগান দেওয়ায় শরীয়তপুরের পালং মডেল থানার ওসি আকতার হোসেন-এর তীব্র সমালোচনা করেও আলোচনায় আসেন ব্যারিস্টার সুমন।
একইসংগে ওসির বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায়ও অসন্তোষ প্রকাশ করেন তিনি। বলেন, সরকারি কর্মকর্তাদের যে নীতিমালা বা আইন রয়েছে, সেটির ব্যত্যয় ঘটানোর পরও তিনি এখনও ওই জায়গাতে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্বপ্রাপ্ত আছেন। একটা জিনিস কী জানেন? মায়ের চেয়ে যখন মাসির দরদ বেশি হয়, তখন বুঝে নেবেন আপনার অবস্থা কিন্তু ভালো না।
ব্যারিস্টার সুমনের বাড়ি হবিগঞ্জের চুনারুঘাটে। নিজের উপজেলায়, তারপর ঢাকা কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং দেশের বাইরে পড়াশোনা শেষ করে বর্তমানে আইনজীবী পেশায় আছেন।
গত বছরের নভেম্বরে আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন যুবলীগের পূর্ণাঙ্গ কমিটিতে জায়গা হয় ব্যারিস্টার সুমনের। তাঁকে আইন বিষয়ক সম্পাদক করা হয়।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান