ডেস্ক: পটুয়াখালী জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃআবুবকর সিদ্দিক তিনি বিভিন্ন গণমাধ্যমে একটি প্রতিবাদ জানিয়েছে তা তুলে ধরা হলো।
আমি মোঃআবুবকর সিদ্দিক। সাবেক সাংগঠনিক সম্পাদক,পটুয়াখালী জেলা ছাত্রলীগ। গত..... তারিখ,কিছু অনলাইন পত্রিকায় আমার নামে যে ভিত্তিহীন, মিথ্যা সংবাদ প্রচার করা হয়েছে,আমি এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।
পত্রিকায় আমার নামে যে মামলার কথা বলা হয়েছে,তার কোন আইনি ভিত্তি নাই। কোন ধরনের উপযুক্ত প্রমান নাই। শুধুমাত্র বাদীর মনগড়া বক্তব্যকে অনলাইন পত্রিকায় তুলে ধরা হয়েছে ,আমি এর তীব্র নিন্দা জানাই।
এর সাথে পুলিশ ভাইদের অনুরোধ করব,কারও মনগড়া বক্তব্য শুনে,কোন সম্মানিত ব্যক্তি তথা এশিয়া মহাদেশের বৃহৎ ছাত্র সংগঠন,মুক্তি যুদ্ধের স্বপক্ষের শক্তি বাংলাদেশ আওয়ামীলিগের ভ্রাতৃপ্রতিম সংগঠন,পিতা মুজিবের আদর্শের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের একজন ক্ষুদ্র কর্মীকে এভাবে হেনস্তা করবেননা।
আগে উপযুক্ত প্রমান ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যতা যাচাই করে আপনারা যেকোন প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।
বিভিন্ন অনলাইন পোর্টালে কথিত,বানোয়াট,ভিত্তিহীন মামলার কথা ঢালাওভাবে প্রচারকরে আমাকে হেনস্তা করা হয়েছে। পত্রিকায় যে তারিখে সংঘটিত ঘটনার তারিখের কথা বলা হয়েছে,সেদিন ও ঐ সময় আমি একটি জরুরী কাজে তথা একটি আপোস মিমাংসার মানিত শালিস হিসাবে পটুয়াখালী ডিবি পুলিশ অফিসে ছিলাম।
যার উপযুক্ত প্রমান আমার কাছে আছে।
তাছাড়া আমার নাম্বার ট্রাকিং করেও দেখা যেতে পারে আমি ঐ সময় কোথায় বা কোন নেটওয়ার্কে ছিলাম।
পত্রিকা গুলোতে যে স্থানের কথা বলা হয়েছে,সেখান থেকে পটুয়াখালী ডিবি অফিস প্রায় ৪০ কিলোমিটার দুরে। তাই আমি এই সংবাদের তীব্র নিন্দা জানাই।
এটা একটা আমার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র।
আমি আশাকরব,ভবিষ্যতে সাংবাদিক ভাইয়েরা সংবাদ প্রচারের ক্ষেত্রে দায়িত্বশীলতার পরিচয় দিবেন।
এরকম ভিত্তিহীন সংবাদ প্রচার করে কোন মুজিব আদর্শের সৈনিক কে হেনস্থা করবেন না।সবাইকে ধন্যবাদ। জয় বাংলা জয় বঙ্গবন্ধু।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান