প্রেস বিজ্ঞপ্তি : মাদ্রাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবি জানিয়েছেন বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন (বিএমজিটিএ) ।
আজ শনিবার সকালে ঢাকা বিভাগের ভার্চুয়াল ঈদ পুনর্মিলনী আলোচনা সভায় এ দাবি জানানো হয় ।
ঢাকা বিভাগের সহসভাপতি এম এ সাকুরের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ও জাতীয় শিক্ষক নেতা মোঃ হারুন অর রশিদ।
আলোচনা সভায় বক্তারা মাদ্রাসার বিভিন্ন সমস্যা তুলে ধরে আলোচনা করেন । পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বাড়ি ভাড়া, বদলি ব্যবস্থা চালু করা ও মাদ্রাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবি জানান। ।
সংগঠনের যুগ্ম মহাসচিব মোঃ মেহেদী হাসানের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, মহাসচিব মো: শান্ত ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম, সুলতান মাহমুদ, ফকরুল ইসলাম, কে,এম শামীম, ফিরোজ আলম, মেহেদী হাসান সরকার ও মোঃ এলিন তালুকদার ।
আরও বক্তব্য রাখেন,আব্দুল মান্নান, আজহার ইসলাম মুক্তা,শেখ মতিয়ার রহমান, আসাদুজ্জামান, রফিকুল ইসলাম, শাহ আলম, কমলেশ চন্দ্র দাশ, জাকিয়া আক্তার, সাইফুল ইসলাম, আবু বকর সিদ্দিক, নাসরিন আক্তার, মনিরুজ্জামান, কামরুজ্জামান, কামাল সিদ্দিকী, আরমান শেহজাদা, রিপন খন্দকার, নেছার উদ্দিন, রেহানা সুলতানা, আবুল কালাম আজাদ, মাসুদুর রহমান, শামীম সারোয়ার, খলিলুর রহমান, মিজানুর রহমান, রাকিব হোসেন, তাহমিনা আক্তার, ওহিদুল গনি,ফয়জুর রহমান প্রমুখ ।
আলোচনা সভায় ঢাকা বিভাগের সকল জেলার নেতৃবৃন্দ যুক্ত ছিলেন । করোনা নিহত সংগঠনের সকল নেতৃবৃন্দের আত্মার মাগফিরাত কামনা করা হয় ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান