বাংলার খবর২৪.কম : সম্প্রতি জাতীয় ক্রিকেট দলের ফিল্ডিং কোচের পদে নিয়োগ পেয়েছেন রিচার্ড হ্যালসল। আগামী দুই বছরের জন্য হ্যালসলের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিয়োগ পাওয়ার পর ইংল্যান্ড জাতীয় দলের সহকারী ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করা হ্যালসল জানিয়েছেন, ফিল্ডিং নিখুঁত করাই তার প্রধান লক্ষ্য।
সোমবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের মুখোমুখি হলে এই মন্তব্য করেন নতুন ফিল্ডিং কোচ হ্যালসল। তিনি বলেন, ‘বাংলাদেশ দলের ফিল্ডিং আরও নিখুঁত করাই হবে আমার প্রধান লক্ষ্য। এই জন্য ডাইভিং, স্লাইডিংসহ আরও কিছু কঠোর ফিল্ডিং পরিকল্পনা সাজিয়েছি আমি।’
এই সময় হ্যালসল যোগ করেন, ‘আমি বিশ্বাস করি, ফিল্ডিংয়ের সময় মাত্র একটি সুযোগ কাজে লাগাতে পারা, অথবা একটি সুযোগ হাতছাড়া করাই পাল্টে দিতে পারে ম্যাচের ভাগ্য।’
রোববার আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হলেও অনেক আগ থেকেই বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত হয়েছেন হ্যালসল। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ফিল্ডিং কোচের দায়িত্বে ছিলেন তিনি। ফলে দলের ফিল্ডারদের সম্পর্কে একটা ধারণা ইতোমধ্যেই পেয়েছেন হ্যালসল। তার মতে বর্তমান বাংলাদেশ দলে বেশ কয়েকজন ভালো মানের ফিল্ডার আছে। এবং তাদের সাথে কাজ করার অভিজ্ঞতাটা ভালোই হবে।
এ বিষয়ে তিনি বলেন, ‘সাকিব চমৎকার একজন ফিল্ডার। এছাড়া মুশফিক ভালো ব্যাাটসম্যানের পাশাপাশি একজন অসাধারণ উইকেটরক্ষকও। বিজয়-নাসিরও বিশ্বসেরা ফিল্ডারদের কাতারে পরে। এবং মাশরাফির ফিল্ডিংয়েও উন্নতি হয়েছে।’
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান