ডেমরা প্রতিনিধি : কোভিড ১৯ পরিস্থিতিতে কর্মহীন
অসহায় মানুষের মাঝে খাবার বিতরন করেছে ঢাকা মহানগর দক্ষিণ ৬৩নং ওয়ার্ড আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এবং ডেমরা থানা আওয়ামী লীগের সভাপতি এ্যাড.রফিকুল ইসলাম খঁান মাসুদের সার্বিক ব্যবস্থাপনায় বৃহস্পতিবার দুপুরে ৬৩নং ওয়ার্ডের মাদরাসা বাজার এলাকায় আওয়ামী লীগ কার্যালয়ের সামনে পাঁচ শতাধিক মানুষের মাঝে এ খাবার বিতরন করা হয়। এ সময়ে অসহায়দের মাঝে মাস্কও বিতরন
করা হয়। এ কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন ঢাকা
মহানগর দক্ষিণ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক চৌধুরী সাইফুন নবী সাগর। আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান বাদল, মশিউর রহমান টিটু, মো: তারিকুল ইসলাম খাঁন শাহীন, লায়ন মো: শামীম, মজিবুর রহমান, ইউসুফ সালেহ আহমেদ, আনোয়ার হোসেন মোল্লা,টিটু মোল্লা, রওশন আলী বাবু, মাহমুদুর রহমান খাঁন লিটন,ইকবাল হোসেন প্রমূখ। এ্যাড রফিকুল ইসলাম খাঁন মাসুদ বলেন কোভিড ১৯ পরিস্থিতির শুরু থেকেই আমরা আওয়ামী
লীগের নেতাকর্মীরা ঢাকা ৫ নির্বাচনী এলাকার বিভিন্ন
ওয়ার্ডের দু:খী মানুষের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীসহ খাদ্য সামগ্রী ও রান্না করা খাবার বিতরন করে আসছি। ঈদুল ফিতর উপলক্ষেও আমরা সেমাই, চিনি, পোলাও চাল ও শিশুদের জন্য দুধ বিতরন করেছি। আসন্ন ঈদুল আযহায় আমরা দু:খী মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরন করবো বলে আশা রাখছি। আমাদের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান