ফারুক আহমেদ সুজনঃ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়েছেন বৃহত্তর নোয়াখালীর, ৭ই ডিসেম্বর ১৯৭১, নোয়াখালী পাক হানাদার বাহিনী থেকে মুক্তিযোদ্ধাদের মহান আত্মত্যাগের বিনিময়ে যারা মুক্ত করে তাদের মধ্যে একজন বিজয়ের অকুতোভয় যোদ্ধা বিশিষ্ট সমাজকর্মী, পরিবেশবিদ, কবি ও বীর মুক্তিযোদ্ধা নোয়াখালী সদর পূর্বাঞ্চল এর মুক্তিযোদ্ধা কমান্ডার এনামুল হক ওরফে এনাম আহসান এর সন্তান ও বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএতে কর্মরত সজীব হাসান । রোববার রাতে সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ সোলায়মান মিয়া ও মহাসচিব শফিকুল ইসলাম বাবু কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মনোনীত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। এ সময় সজীব হাসান কে কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান নির্বাচিত করায় তিনি সংগঠনের চেয়ারম্যান মোঃ সোলায়মান মিয়া ও মহাসচিব শফিকুল ইসলাম বাবুকে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন বীর মুক্তিযোদ্ধাদের সন্তানের দাবি আদায়ে যেকোনো কর্মসূচি দিলে তা রাজপথে আদায় করতে চাই। আমি মনে করি মুক্তিযোদ্ধা সন্তান সংগঠনটি মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি ও অধিকার আদায়ে বড় প্ল্যাটফর্ম। আমাদের বাবারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এই দেশকে স্বাধীন করতে গিয়েছে। আজ কিছু অশুভ শক্তি এই দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। তাই আমাদের বাবাদের রক্তের মর্যাদা রক্ষার্থে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের এই মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সংগঠনটি সবচেয়ে বড় ভুমিকা রাখবে বলে আমি মনে করি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান