বাংলার খবর২৪.কম : অবশেষে দল থেকে বাদ দেওয়া হলো স্পেনের বিশ্বকাপ এবং দুটি ইউরোজয়ী অধিনায়ক গোলরক্ষক ইকার ক্যাসিয়াসকে। ইউরো বাছাই পর্বে রোববার রাতে লুক্সেমবার্গের বিপক্ষে ম্যাচটিতে ক্যাসিয়াসের পরিবর্তে সেরা একাদশে রাখা হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের গোলরক্ষক ডেভিড ডি গিয়াকে।
গত মে মাসে চ্যাম্পিয়ন্স লীগের ফাইনাল থেকেই একের পর এক ভুল করে আসছেন ক্যাসিয়াস। অতি সাধারণ বল থেকেও দলকে রক্ষা করতে ব্যর্থ হচ্ছিলেন তিনি। বিশেষ করে ব্রাজিল বিশ্বকাপে ক্যাসিয়াসের যাচ্ছেতাই বাজে পারফরমেন্স স্পেনকে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়ে ফিরে আসতে হয়েছিল।
বিশ্বকাপের পরই ক্যাসিয়াসকে দলে রাখা নিয়ে বিতর্ক শুরু হয়। তবুও কোচ দেল বস্ক আস্থা রাখেন তার পুরনো সেনাপতির ওপর। কিন্তু ইউরো বাছাই পর্বে গত বৃহস্পতিবার স্লোভাকিয়ার বিপক্ষে প্রথম গোলটি রক্ষা করতে না পারার ব্যর্থতাই ক্যাসিয়াসকে নিয়ে বিতর্ক উচকে দেয়। তার সামথ্য নিয়ে পুরোপুরি প্রশ্ন তুলে দেয় সমালোচকরা। একই সঙ্গে বস্কের ওপর চাপ বাড়তে থাকে ক্যাসিয়াসকে বাদ দেওয়ার জন্য।
অবশেষে সব সমালোচনা আর বিতর্কের কাছে মাথা পেতে নিয়ে রোববার লুক্সেমবার্গের বিপক্ষে দল থেকে বাদ দেওয়া হলো ক্যাসিয়াসকে।
শুধু ক্যাসিয়াসই নয়, দেল বস্ক আরও তিনটি পরিবর্তন আনেন দলে। রাইট ব্যাকে দানি কারভাজল, সেন্টার ব্যাকে মার্ক বারত্রা এবং আক্রমণে পাচো অ্যালসেসারকে আনা হয় হুয়ানফ্রান, রাউল আলবিওল এবং সেস ফ্যাব্রেগাসের পরিবর্তে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান