পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo মেয়েকে হত্যা করে মায়ের আত্মহত্যা মরদেহের পাশ থেকে চিরকুট উদ্ধার Logo বগুড়ায় মাকে হত্যার দায়ে ছেলে সাদ ৩ দিনের রিমান্ডে Logo জমা টাকার বদলে হুমকি অভিযোগের ৭দিন পরেও ব্যবস্থা নেয়নি সমবায় দপ্তর Logo জোয়ারসাহারায় বিআরটিএ এর ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা কেন্দ্র পরিদর্শন বিপ্লবী ছাত্র জনতার Logo লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ শ্রমিক নিহত Logo সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো নেশা তুহিনের Logo ৭ই নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত। Logo বিআরটিএতে লটারি’র মাধ্যমে ৩৭ জন মোটরযান পরিদর্শক বদলি Logo বিআরটিএতে লটারি’র মাধ্যমে ৩৭ জন মোটরযান পরিদর্শক বদলি Logo সুন্দরগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে থানার ওসির মতবিনিময়

স্পেন দলথেকে বাদ পড়লেন ক্যাসিয়াস

বাংলার খবর২৪.কম : 500x350_696b1479a0599bc5a4d0651f36bff15d_Casillas-e1413140019432 অবশেষে দল থেকে বাদ দেওয়া হলো স্পেনের বিশ্বকাপ এবং দুটি ইউরোজয়ী অধিনায়ক গোলরক্ষক ইকার ক্যাসিয়াসকে। ইউরো বাছাই পর্বে রোববার রাতে লুক্সেমবার্গের বিপক্ষে ম্যাচটিতে ক্যাসিয়াসের পরিবর্তে সেরা একাদশে রাখা হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের গোলরক্ষক ডেভিড ডি গিয়াকে।
গত মে মাসে চ্যাম্পিয়ন্স লীগের ফাইনাল থেকেই একের পর এক ভুল করে আসছেন ক্যাসিয়াস। অতি সাধারণ বল থেকেও দলকে রক্ষা করতে ব্যর্থ হচ্ছিলেন তিনি। বিশেষ করে ব্রাজিল বিশ্বকাপে ক্যাসিয়াসের যাচ্ছেতাই বাজে পারফরমেন্স স্পেনকে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়ে ফিরে আসতে হয়েছিল।
বিশ্বকাপের পরই ক্যাসিয়াসকে দলে রাখা নিয়ে বিতর্ক শুরু হয়। তবুও কোচ দেল বস্ক আস্থা রাখেন তার পুরনো সেনাপতির ওপর। কিন্তু ইউরো বাছাই পর্বে গত বৃহস্পতিবার স্লোভাকিয়ার বিপক্ষে প্রথম গোলটি রক্ষা করতে না পারার ব্যর্থতাই ক্যাসিয়াসকে নিয়ে বিতর্ক উচকে দেয়। তার সামথ্য নিয়ে পুরোপুরি প্রশ্ন তুলে দেয় সমালোচকরা। একই সঙ্গে বস্কের ওপর চাপ বাড়তে থাকে ক্যাসিয়াসকে বাদ দেওয়ার জন্য।
অবশেষে সব সমালোচনা আর বিতর্কের কাছে মাথা পেতে নিয়ে রোববার লুক্সেমবার্গের বিপক্ষে দল থেকে বাদ দেওয়া হলো ক্যাসিয়াসকে।
শুধু ক্যাসিয়াসই নয়, দেল বস্ক আরও তিনটি পরিবর্তন আনেন দলে। রাইট ব্যাকে দানি কারভাজল, সেন্টার ব্যাকে মার্ক বারত্রা এবং আক্রমণে পাচো অ্যালসেসারকে আনা হয় হুয়ানফ্রান, রাউল আলবিওল এবং সেস ফ্যাব্রেগাসের পরিবর্তে।

Tag :
জনপ্রিয় সংবাদ

মেয়েকে হত্যা করে মায়ের আত্মহত্যা মরদেহের পাশ থেকে চিরকুট উদ্ধার

স্পেন দলথেকে বাদ পড়লেন ক্যাসিয়াস

আপডেট টাইম : ০৬:২১:২৯ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০১৪

বাংলার খবর২৪.কম : 500x350_696b1479a0599bc5a4d0651f36bff15d_Casillas-e1413140019432 অবশেষে দল থেকে বাদ দেওয়া হলো স্পেনের বিশ্বকাপ এবং দুটি ইউরোজয়ী অধিনায়ক গোলরক্ষক ইকার ক্যাসিয়াসকে। ইউরো বাছাই পর্বে রোববার রাতে লুক্সেমবার্গের বিপক্ষে ম্যাচটিতে ক্যাসিয়াসের পরিবর্তে সেরা একাদশে রাখা হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের গোলরক্ষক ডেভিড ডি গিয়াকে।
গত মে মাসে চ্যাম্পিয়ন্স লীগের ফাইনাল থেকেই একের পর এক ভুল করে আসছেন ক্যাসিয়াস। অতি সাধারণ বল থেকেও দলকে রক্ষা করতে ব্যর্থ হচ্ছিলেন তিনি। বিশেষ করে ব্রাজিল বিশ্বকাপে ক্যাসিয়াসের যাচ্ছেতাই বাজে পারফরমেন্স স্পেনকে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়ে ফিরে আসতে হয়েছিল।
বিশ্বকাপের পরই ক্যাসিয়াসকে দলে রাখা নিয়ে বিতর্ক শুরু হয়। তবুও কোচ দেল বস্ক আস্থা রাখেন তার পুরনো সেনাপতির ওপর। কিন্তু ইউরো বাছাই পর্বে গত বৃহস্পতিবার স্লোভাকিয়ার বিপক্ষে প্রথম গোলটি রক্ষা করতে না পারার ব্যর্থতাই ক্যাসিয়াসকে নিয়ে বিতর্ক উচকে দেয়। তার সামথ্য নিয়ে পুরোপুরি প্রশ্ন তুলে দেয় সমালোচকরা। একই সঙ্গে বস্কের ওপর চাপ বাড়তে থাকে ক্যাসিয়াসকে বাদ দেওয়ার জন্য।
অবশেষে সব সমালোচনা আর বিতর্কের কাছে মাথা পেতে নিয়ে রোববার লুক্সেমবার্গের বিপক্ষে দল থেকে বাদ দেওয়া হলো ক্যাসিয়াসকে।
শুধু ক্যাসিয়াসই নয়, দেল বস্ক আরও তিনটি পরিবর্তন আনেন দলে। রাইট ব্যাকে দানি কারভাজল, সেন্টার ব্যাকে মার্ক বারত্রা এবং আক্রমণে পাচো অ্যালসেসারকে আনা হয় হুয়ানফ্রান, রাউল আলবিওল এবং সেস ফ্যাব্রেগাসের পরিবর্তে।