ডেস্ক : বিভিন্ন সময়ে অনিয়ম-দুর্নীতিসহ নানা অভিযোগে অভিযুক্ত কর্মকর্তা প্রদীপ কুমার বসুকে গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী পদে পদোন্নিত দেওয়ায় আলোচনা-সমালোচনা পিছু ছাড়ছে না। কারণ চাকরিজীবনে ওই কর্মকর্তা দুর্নীতির দায়ে সাময়িক বরখাস্ত হয়েছিলেন। দুর্নীতির প্রমাণ পাওয়ায় তার ইনক্রিমেন্টও বন্ধ ছিল। সেই কর্মকর্তাকে অতিরিক্ত প্রধান প্রকৌশলী করে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঢাকা মেট্রোপলিটন জোনের দায়িত্ব দেওয়ায় অনেকেই বিস্মিত। আলোচনা-সমালোচনা আরও ডালপালা মেলেছে পদোন্নতি পাওয়ার পরই তিনি স্বর্ণ চোরাচালান ও প্লট জালিয়াতি মামলার আসামি সাবেক যুবদল নেতা মনির হোসেনের কাছ থেকে সংবর্ধনা নেওয়ায়। সামাজিক যোগাযোগমাধ্যমেও ছবিটি ভাইরাল হয়েছে। অনেকেই বলছেন, প্রদীপ কুমার বসুর পদায়নের পর গোল্ডেন মনিরসহ অধিদপ্তরে দুর্নীতিবাজ ঠিকাদারের যাতায়াতও বেড়েছে। এসব বিষয়ে দুর্নীতি দমন কমিশনেও (দুদক) অভিযোগ জমা পড়েছে। দুদক এখন তদন্ত করে দেখছে এ বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক।
অবশ্য প্রদীপ কুমার বসু কাছে দাবি করেন, তার বিরুদ্ধে আনা এসব অভিযোগ সঠিক না। আর গোল্ডেন মনিরকে তিনি চেনেনও না। তিনি অতিরিক্ত প্রধান প্রকৌশলী হওয়ার পর দলে দলে ঠিকাদারসহ বিভিন্ন লোক তাকে শুভেচ্ছা জানিয়েছেন।
প্রদীপ কুমার বসু গোপালগঞ্জ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী হিসেবে কর্মরত থাকার সময় গোপালগঞ্জে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের নামে চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান তৈরির দায়িত্ব ছিল তার ওপর। ওই প্রকল্পে ব্যাপক অনিয়ম-দুর্নীতির চিত্র ধরা পড়ে। ‘শেখ ফজিলাতুন্নেছা চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান নির্মাণ’ শীর্ষক প্রকল্পের বাউন্ডারি ওয়াল, মাটি ভরাট, ভবনের ছাদ, ট্রিটমেন্ট প্ল্যান্ট, রিজার্ভ ট্যাঙ্কের কাজ না করিয়েই ঠিকাদারকে বিল পরিশোধ করেন প্রদীপ কুমার বসু। এ ছাড়া ওই প্রকল্পে সোলার প্যানেল স্থাপনেও ব্যাপক অনিয়ম-দুর্নীতি ধরা পড়ে। এ কারণে ২০১৬ সালের ২ অক্টোবর তাকে প্রথমে কারণ দর্শাও নোটিশ দেওয়া হয়। পরে এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনেও অনিয়ম-দুর্নীতির চিত্র ধরা পড়ে। এ ঘটনায় ওই বছরের ২৩ জুন তাকে সাময়িক বরখাস্ত করে পূর্ত মন্ত্রণালয়। পাশাপাশি তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়। কিন্তু এক বছরের মধ্যেই প্রদীপ কুমার বসুকে আবারও চাকরিতে পুনর্বহাল করা হয়। কিছুদিন পরই তাকে পদোন্নতি দিয়ে গণপূর্ত বিভাগ-১ খুলনার উপবিভাগীয় প্রকৌশলীর দায়িত্ব দেওয়া হয়। উপবিভাগীয় প্রকৌশলীর দায়িত্ব পালনের সময় তার বিরুদ্ধে আবার দুর্নীতি-অনিয়মের অভিযোগ ওঠে। ওই সময় তার তত্ত্বাবধানে তৈরি হয় খুলনা মেডিকেল কলেজের আইসিইউ ও ক্যাজুয়ালটি ভবন নির্মাণ। ঠিকাদারের সঙ্গে যোগসাজশ করে নি¤œমানের কাজ করে বরাদ্দের অর্থ লুটেপুটে নেওয়ার কাহিনি প্রকাশ্যে আসে। এ ঘটনায় গণপূর্তের খুলনা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মঞ্জুর মোর্শেদ তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষের কাছে চিঠি দেন। আবারও তদন্ত কমিটি গঠন করা হলে ওই কমিটি রিপোর্ট দিতে গড়িমসি করে। পরে মঞ্জুর মোর্শেদ আনোয়ার আবারও চিঠি দিয়ে বলেন, ‘…বর্ণিত কাজের দুর্নীতি ও অনিয়মের বিষয়ে যথার্থতা নির্ণয়ের জন্য তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উক্ত তদন্ত কমিটি নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল না করায় পুনরায় তদন্ত কমিটি গঠন করা প্রয়োজন। অভিযোগের বিষয়টি সুষ্ঠু ও নিরপেক্ষভাবে তদন্তের স্বার্থে উক্ত নির্মাণকাজের সঙ্গে জড়িত উপবিভাগীয় প্রকৌশলী প্রদীপ কুমার বসু ও উপসহকারী প্রকৌশলী কুমুদ রঞ্জন দাসকে খুলনার বাইরে রাখা প্রয়োজন।’ এ ঘটনায়ও তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে প্রদীপ কুমার বসুর ইনক্রিমেন্ট বন্ধ রাখা হয়।
এদিকে বঙ্গবন্ধুর সহধর্মিণী, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার মায়ের নামে গোপালগঞ্জে চক্ষু হাসপাতাল নির্মাণে দুর্নীতির দায়ে গৃহায়ন ও গণপূূর্ত মন্ত্রণালয় থেকে তাকে সামায়িক বরখাস্ত করা হয়। বিষয়টি তদন্ত হওয়ার পর মন্ত্রণালয় আরেকটি প্রজ্ঞাপন জারি করে। সেখানে বলা হয়, ‘গোপালগঞ্জ গণপূর্ত বিভাগে কর্মরত থাকাকালীন শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান নির্মাণ প্রকল্পের বাউন্ডারি ওয়াল, মাটি ভরাট, ভবনের ছাদ, ট্রিটমেন্ট প্ল্যান্ট, রিজার্ভ ট্যাঙ্কের কাজ অসম্পূর্ণ রেখেই ঠিকাদারদের বিল প্রদান এবং প্রকল্পের কাজ বাস্তবায়নে সঠিকভাবে দায়িত্ব পালন না করার অভিযোগে তার ব্যক্তিগত শুনানি গ্রহণ করা হয়। কারণ দর্শানো নোটিশের লিখিত জবাব, ব্যক্তিগত শুনানি ও বিভাগীয় মামলার সংশ্নিষ্ট কাগজপত্র পর্যালোচনায় তার বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।’ সরকারি কর্মচারী বিধিমালার ১৯৮৫-এর বিধি-৪ ও ২(বি) উপবিধি মোতাবেক তার একটি বার্ষিক বেতন বৃদ্ধি পরবর্তী বেতন বৃদ্ধির তারিখ হতে এক বছরের জন্য স্থগিত রাখার লঘুদ- প্রদান করা হলো। ভবিষ্যতে বেতন বৃদ্ধির ক্ষেত্রে তিনি এর কোনো বকেয়া সুবিধা প্রাপ্য হবেন না। অথচ গত বছরের ১৪ জুলাই হঠাৎ তাকে অতিরিক্ত প্রধান প্রকৌশলী পদে পদায়ন করে গণপূর্ত অধিদপ্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঢাকা মেট্রোপলিটন জোনের দায়িত্ব দেওয়া হয়। দায়িত্ব পাওয়ার পর থেকে আবারও তার বিরুদ্ধে অভিযোগ উঠতে শুরু করেছে বলে জানিয়েছেন গণপূর্তের একাধিক কর্মকর্তা-কর্মচারী। এ কর্মকর্তারা জানান, নিয়ম অনুযায়ী চাকরিজীবনে কেউ গুরুদ-ে দ-িত হলে তাকে পদোন্নতি দেওয়া হয় না। এ ক্ষেত্রে তার অতীত দ-ের বিষয়টি গোপন করে পদোন্নতি দেওয়া হয়েছে। পদায়ন করার সময় অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী আশরাফুল ইসলামকে বারবার প্রদীপ কুমার বসুকে পদোন্নতি দেওয়ার জন্য মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানোর কথা গণপূর্ত মন্ত্রণালয় থেকে বলা হয়। কিন্তু আশরাফুল ইসলাম তার নাম প্রস্তাব পাঠাননি। পরে পূর্ত মন্ত্রণালয় থেকে তার পদোন্নতির আদেশ জারি করা হয়।
এদিকে গত ৩০ আগস্ট ওয়াহিদুর রহমান নামে এক ব্যক্তি দুদকে প্রদীপ কুমার বসুর বিরুদ্ধে অভিযোগ করেন। অভিযোগপত্রে বলা হয়, একটি বড় কোম্পানির সঙ্গে আঁতাত করে প্রদীপ কুমার বসু শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হয়েছেন। এসব সম্পদ রয়েছে স্ত্রী-সন্তান ও খুলনায় শ্বশুরবাড়ির আত্মীয়স্বজনের নামে। সমালোচিত ঠিকাদার জিকে শামিমকে কাজ পাইয়ে দেওয়ার সুবাদে প্রচুর টাকার ভাগ পেয়েছেন তিনি। জিকে শামিমের পর গণপূর্ত অধিদপ্তরকে কুক্ষিগত করেছিলেন আন্তর্জাতিক সোনা চোরাচালান চক্রের সদস্য গোল্ডেন মনির। অভিযোগ রয়েছে, তাকে প্রশ্রয় দিয়েছিলেন প্রদীপ কুমার বসু। সঙ্গে রয়েছেন প্রদীপের শ্যালক বিআইডব্লিউটিএতে কর্মরত সঞ্জীব দাস।
আলোচিত ঠিকাদার জিকে শামীম সিন্ডিকেটের পতনের পর স্বস্তির নিঃশ্বাস ফেলছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান গণপূর্ত অধিদফতরের কর্মকর্তারা। প্রকল্পসহ অন্যান্য কাজ বাস্তবায়নে ফিরে এসেছিল স্বাভাবিকতা। কিন্তু বছর না পেরুতেই ফের মাথাচাড়া দিয়ে উঠেছে ‘সিন্ডিকেট’।
তবে জি কে শামীমের জায়গায় আসেন গোল্ডেন মনির নামের আরেক মাফিয়া। অভিযোগ রয়েছে দুর্নীতির দায়ে সাজা খেটে আসা গণপূর্ত মেট্রোপলিটন জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রদীপ কুমার বসুর সহযোগিতায় টেন্ডার নিয়ন্ত্রণে একচ্ছত্র আধিপত্য চালাছিলেন নয়া এই সিন্ডিকেটটি। ওপেন টেন্ডার হলেও বিশেষ একটি পদ্ধতির মাধ্যমে বড় বড় সব কাজ ভাগিয়ে সিন্ডিকেটের সদস্যদের মাঝে ভাগ-বাটোয়ারা করে নেয়া হতো। জি কে শামীমের পর গোল্ডেন মনিরের অধ্যায়ও শেষ হয় কিন্তু প্রদীপ রয়ে গেছে ধরাছোয়ার বাহিরে।
অবশ্য প্রদীপ কুমার বসুর বিষয়ে ব্যবস্থা নিতে এরইমধ্যে জাতীয় সংসদের সাংবিধানিক কমিটি সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি গণপূর্ত মন্ত্রণালয়কে নির্দেশনা পাঠিয়েছে।
এদিকে বিপুল পরিমাণ অর্থ, ৬০০ ভরি স্বর্ণ এবং একটি বিদেশি পিস্তলসহ টেন্ডার মাফিয়া গোল্ডেন মনিরকে গ্রেফতার করেছে র্যাব। র্যাব জানিয়েছে, মোট এক হাজার ৫০ কোটি টাকার মতো সম্পদ আছে গোল্ডেন মনিরের। রাজধানীর বাড্ডা, গুলশান, নিকেতন, উত্তরা এলাকায় তার ৩০টির মতো ফ্ল্যাট রয়েছে।
গণপূর্ত অধিদফতর সংশ্লিষ্টরা জানিয়েছেন, রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যেসব বড় প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে এর সিংহভাগই নিয়ে নিচ্ছে গোল্ডেন মনির সিন্ডিকেটের সদস্যরা। এক্ষেত্রে প্রকল্প কাজ একটি নির্দিষ্ট কমিশনে ভাগ-ভাটোয়ারা করে দেন প্রদীপ কুমার ও গোল্ডেন মনির। অভিযোগ রয়েছে, এই কমিশনের টাকা প্রদীপ বসু থেকে পৌঁছে যায় মন্ত্রণালয়ের সর্বোচ্চ হাত পর্যন্ত।
তথ্যমতে, রাজধানীর আগারগাওয়ে নিউরো সায়েন্স ইনস্টিটিউটের ১৫০ কোটি, র্যাব হেড কোয়ার্টারের ১৫০ কোটি, সোহরাওয়ার্দী হাসপাতাল সার্ভিস কমপ্লেক্সের ৫৫ কোটি, ডেমরা পুলিশ টাওয়ারের ৯০ কোটি টাকার কাজসহ চলমান অন্যসব প্রকল্প থেকে কমিশন নিয়ে কাজ ভাগ-ভাটোয়ারা করে দেয়া হয়েছে। জানা গেছে, উত্তরার ঝমঝম টাওয়ারের একটি কক্ষে বসে লোকচক্ষুর অন্তরালে কাজ ও কমিশনের টাকার এই ভাগ-ভাটোয়ারা হয়।
গণপূর্ত ঢাকা মেট্রোজোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রদীপ কুমার বসু খুলনা জোন থেকে গত বছরের ১৫ জুলাই ঢাকায় যোগদানের পরই মাফিয়া ডন গোল্ডেন মনির তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান- যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। এরপরই তার বিষয়ে টনক নড়ে সবার।
শিরোনাম :
প্রদীপের নিচে অন্ধকার গৃহায়ন ও গণপূর্ত
- বাংলার খবর ডেস্ক :
- আপডেট টাইম : ০৮:১০:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জুলাই ২০২১
- ১৪৬৩ বার
Tag :
জনপ্রিয় সংবাদ