স্টাফ রিপোর্টার : রাজধানীর কদমতলী থানাধীন মুরাদপুরে একই পরিবারে তিনজনকে ঘুমের ঔষধ সেবন ও পরে হাত পা বেধে শ্বাসরুদ্ধ করে হত্যার ঘটনা ঘটেছে। হত্যার অভিযোগে নিহত মাসুদ রানার বড় মেয়ে মেহজাবীন মুনকে কে গ্রেফতার করেছে কদমতলী থানা পুলিশ। ওয়ারী জোনের এসি শাহ আলম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে খুনের কথা স্বীকার করেছে আটক মেহজাবিন মুন।
নিহতরা হলেন, মাসুদ রানা (৫০), মৌসুমী ইসলাম (৪৫) ও জান্নাতুল ইসলাম (২০)।
এই ঘটনায় স্বামী শফিকুল ইসলাম ও পাচ বছরের মেয়ে ইফতিয়া মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি রয়েছে।
ওয়ারী জোনের উপ পুলিশ কমিশনার শাহ ইফতেখার আহমেদ বলেন, শুক্রবার দিবাগত রাত যেকোন সময় খাবারের সাথে ঘুমের ঔষধ খাইয়ে দিয়ে অচেতন করে হাত পা বেধে শ্বাসরুদ্ধ করে নিজের বাবা,মা ও ছোট বোনকে হত্যার ঘটনা ঘটিয়েছে।
তিনি আরো বলেন, সকাল ৮টায় খুনি মেহজাবিন নিজেই ৯৯৯ ফোন করে পুলিশকে জানায় যে, আমি আমার বাবা, মা ও ছোট বোনকে খুন করেছি। আপনারা ঘটনাস্থলে দেরী করলে আমার স্বামী শফিকুল ইসলাম ও পাচ বছরের মেয়ে ইফতিয়াকে মেরে ফেলবো। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে আসে কদমতলী থানা পুলিশ। এসময় পুলিশ মুমূর্ষু অবস্থায় স্বামী ও মেয়েকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এদিকে ত্রিপল হত্যার বিভিন্ন আলামত সংগ্রহ করছেন ক্রিইমসিনের একটি টীম।
নিহতর পরিবার জানান,আটক মেহজাবীনের সাথে তার ছোট বোন জান্নাতের অনৈতিক সম্পর্ক ছিল। এই ঘটনায় প্রায়ই পারিবারীক কলহর জেরে কয়েকবার বিচার শালীশ হয়। গত দুদিন আগে মেহজাবিন তার স্বামী ও একমাত্র সন্তানসহ বাবার বাড়ীতে বেড়াতে আসে।
তবে আটক মেহজাবীন এ খুন করেনি বলে জোরালো দাবী করেন পরিবার। সেই সাথে অভিযোগ করেন মেহজাবীনের স্বামী সফিকুল এই হত্যার ঘটনা ঘটিয়েছে। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে আসল রহস্য বের হবে বলে তারা জানান।