পূর্বাহ্ন, রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ২১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo ১০ লাখ টাকা চাঁদা দাবির কল রেকর্ড ভাইরাল, বিএনপি নেতা বহিষ্কার Logo ভাইয়ের বিরুদ্ধে স্বামীর সম্পত্তি আত্মসাৎতের অভিযোগ রেমিট্যান্সযোদ্ধা সোনিয়ার Logo বিআরটিএ চট্টগ্রাম কর্তৃক কুয়াশায় নিরাপদে গাড়ি চালানোয় সচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরণ Logo পরকীয়া প্রেমের বলি ‘ ছয় মাসের শিশু আমেনা হত্যার রহস্য উদঘাটন পল্লবীতে Logo বরগুনায় যুবদল নেতা হত্যা, অভিযুক্তরা আসলে কার অনুরাগী । Logo পাটগ্রামে সাফজয়ী মুনকি’র বাড়ি পরিদর্শন করলেন ডিসি Logo লালমনিরহাটে বিএনপি কার্যায়লয় ভাঙচুরের ঘটনায় যুবলীগ ও ছাত্রলীগ সহ আটক ৬ Logo বেনাপোল থেকে প্রকাশিত সাপ্তাহিক “গ্রামের সংবাদ” প্রতিষ্ঠা বার্ষিকী Logo বগুড়া আদমদীঘিতে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ এক মাদক বিক্রেতা গ্রেপ্তার Logo বাউফলে পিপলস রাইট ফাউন্ডেশন এর পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ।

ড্রাইভিং লাইসেন্সের জন্য বিআরটিএর অনেক ভাল কাজগুলো ঢাকা পড়ে যাচ্ছে, অপেক্ষায় ১৫ লাখ মানুষ

ফারুক আহমেদ সুজন: ড্রাইভিং লাইসেন্সের জন্য বিআরটিএর অনেক ভালো কাজগুলো ঢাকা পড়ে যাচ্ছে,যা জনসাধারণ এর মাঝে ক্ষোভ সৃষ্টি হচ্ছে। ড্রাইভিং লাইসেন্স প্রত্যাশীরা পরীক্ষায় পাশ করেও বছরের-পর-বছর ঘুরছে তারা তাদের ড্রাইভিং লাইসেন্সের কার্ডটি হাতে পাচ্ছে না।

* চরম ভোগান্তিতে দেশে ও বিদেশে চাকুরিপ্রত্যাশীরা

* মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টার্স-এর কাছে জিম্মিবিআরটিএ

আবেদন করে পরীক্ষায় পাস করেও ড্রাইভিংলাইসেন্স পাচ্ছে না ১৫ লাখ মানুষ। ফলে চরমভোগান্তিতে পরেছে দেশে ও বিদেশে ড্রাইভিংচাকুরি প্রত্যাশীরা।’

মধ্যপ্রাচ্যে নিশ্চিত হওয়াচাকরি হাতছাড়া হয়ে যাচ্ছে লাইন্সেন্সের স্মার্টকার্ড না পাওয়ায়।’

মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টার্সএর কারনেই এই ভয়াবহ ভোগান্তি। চুক্তি হলেওএক বছরেও বিআরটিএ-

কে স্মার্ট কার্ডলাইসেন্স সরবরাহ করতে পারছে না তারা।বিশ্বের বিভিন্ন দেশে নিষেধাজ্ঞার কবলে থাকা ।

মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টার্সের কাছে জিম্মি হয়েপরেছে বিআরটিএ ও ১৫ লাখ ড্রাইভিং লাইসেন্সপ্রত্যাশী।

বিআরটিএ কর্মকর্তারা বলছেন, মাদ্রাজসিকিউরিটি প্রিন্টার্স-এর ব্যর্থতার কারণেড্রাইভিং লাইসেন্স দিতে না পারায় বিআরটিএ’রসব অর্জন ম্লান হয়ে গেছে।

পরীক্ষায় পাস করেও
বছরখানেক আগেআবেদন ও পরীক্ষায় পাস করেও অবধি ড্রাইভিংলাইসেন্স না পাওয়া ব্যক্তিদের ভোগান্তি চরমে।এখন পর্যন্ত প্রায় ১৫ লক্ষ মানুষ ড্রাইভিংলাইসেন্সের জন্য মাসের পর মাস অপেক্ষাকরছে।

এরমধ্যে প্রায় ১০ লক্ষ চালক
গাড়িচালাচ্ছেন বিআরটিএর ‘একনলেজমেন্ট স্লিপ’ দিয়ে। কিন্তু স্মার্ট ড্রাইভিং লাইসেন্স কার্ড নাপাওয়ায় সরকারি-বেসরকারি চাকরিতেআবেদন করতে পারছেন না তারা। শুধু তাই নয়এর কারণে দুই বছর ধরে বাংলাদেশ দক্ষ চালকরপ্তানীতে ব্যর্থ হচ্ছে।,

ফলে অন্যান্য দেশ সে স্থানদখল করে নিচ্ছে।

জানা যায়, ২০২০ সালের ২৯ জুলাই ভারতীয়কোম্পানি মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টার্স প্রাইভেটলিমিটেডের সঙ্গে পাঁচ বছরে ৪০ লক্ষ স্মার্ট কার্ডড্রাইভিং লাইসেন্স সরবরাহের শত কোটি টাকারচুক্তি সই করে বিআরটিএ।

এ চুক্তিতে মাদ্রাজসিকিউরিটি প্রিন্টার্স প্রাইভেট লিমিটেডেবাংলাদেশি এজেন্ট লজিক ফোরাম।’

চুক্তিঅনুসারে ২০২০ সালের ২৯ জুলাই থেকে দুইমাসের মধ্যে প্রিন্ট করা স্মার্ট লাইসেন্স কার্ডসরবরাহ করার কথা।করোনা পরিস্থিতিরকারনে সেই সময় বৃদ্ধি করে সাড়ে চার মাস করাহয়।

সেহিসেবে গত ডিসেম্বর থেকে প্রিন্ট করাস্মার্ট লাইসেন্স কার্ড সরবরাহ করার কথামাদ্রাজ সিকিউরিটি প্রিন্টার্স-এর। কিন্তু জুলাইথেকে এক বছরেও বিআরটিএ-কে সময়মতস্মার্ট কার্ড লাইসেন্স সরবরাহে ব্যর্থ হয়েছে। এমনকি ড্রাইভিং লাইসেন্সের নমুনাও দেখাতেপারেনি সংস্থাটি।

বিআরটিএ সূত্র জানায়,
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গত ডিসেম্বরে মাদ্রাজসিকিউরিটি প্রিন্টার্স প্রাইভেট লিমিটেডের কাছেড্রাইভিং লাইসেন্সের নমুনা দেখতে চান। কিন্তুসেই নমুনা তারা এখনো দেখাতে পারেনি। পরেসড়ক পরিবহন মন্ত্রনালয় থেকে খোজ নিয়েদেখা যায়, মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টার্স এখনপর্যন্ত সেন্ট্রাল এনরোলমেন্ট স্টেশন স্থাপনেরকাজই শেষ করতে পারেনি।’

এখনও জনবলনিয়োগ দেওয়া হয়নি বিভিন্ন জেলায়।স্টেশনস্থাপনের কাজেও শর্ত না মানার অভিযোগওআছে।

সূত্র জানায়, আগ্রহী বেশ কিছু প্রতিষ্ঠানকেউপেক্ষা করে কাজ দেয়া হয় মাদ্রাজসিকিউরিটি প্রিন্টার্সকে। অথচ সমস্ত শর্ত পূরণকরে ৪৫ (পয়তাল্লিশ) দিনের মধ্যে প্রাথমিকপ্রস্তুতি সম্পন্ন করতে পারা এবং মাসে দুই লাখড্রাইভিং লাইসেন্স কার্ড জনগণের হাতে পৌছেদিতে সক্ষম কোম্পানিও এক্ষেত্রে আবেদনকরেছিল।’

কিন্তু বহু অভিযোগে অভিযুক্ত এইকোম্পানিকেই শত কোটি টাকার ড্রাইভিংলাইসেন্সের স্মার্ট কার্ড প্রকল্পের কাজ দিয়েছেবিআরটিএ।

এজন্য চারবার সংশোধন করাহয়েছে দরপত্রের শর্ত এবং দরপত্র বাতিল করেবাদ দেয়া হয় যোগ্য কোম্পানীকে। প্রথম দরপত্রেফ্রান্সের প্রতিষ্ঠান সেল্্প সর্বনিম্ন দরদাতা হয়েদরপত্রের সকল শর্ত পূরণ করলেও তাদের কাজনা দিয়ে দ্বিতীয়বার দরপত্র আহ্বান করে কাজদেয়া হয় এই মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টার্স-কেই।’

বিভিন্ন দেশে নিষেধাজ্ঞায় মাদ্রাস সিকিউরিটিপ্রিন্টার্স: মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টার্স নিজ দেশভারতেই আধার কার্ড প্রকল্পে আজীবন নিষিদ্ধ।

ভারতের আধার কার্ড প্রকল্পে কাজ পেয়েছিলমাদ্রাজ সিকিউরিটি প্রিন্টার্স। কিন্তু নাগরিকদেরতথ্য বিক্রি করে দেয়। ফলে জোটে আজীবননিষেধাজ্ঞা। বের করে দেয়া হয় তেলেঙ্গানারসামাজিক সুরক্ষা সেবা ‘মিসেভা’ প্রকল্প থেকেও।’

ভবিষ্যতেও ভারতের কোন টেন্ডারে অংশ নিতেপারবেনা কোম্পানিটি। দুর্নাম কুড়িয়েছে ভারতেরবাইরেও।

আফ্রিকার দেশ কেনিয়াতে গ্রেফতারিপরোয়ানা ঝুলছে মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টার্সেরনয় পরিচালকের বিরুদ্ধে। শ্রীলঙ্কাতেও ঘুষ-

অনিয়মের মাধ্যমে কাজ বাগিয়ে নেয়ারঅভিযোগ আছে। মাদ্রাস সিকিউরিটি প্রিন্টার্সেরব্যর্থতা বাংলাদেশেও নতুন কোন ঘটনা নয়।

বাংলাদেশে ২০১৫ সালে বিএমইটির ইমিগ্রেশনকার্ড সরবরাহের দায়িত্ব পেয়েও ব্যর্থ হয়েছিলমাদ্রাজ সিকিউরিটি প্রিন্টার্স।

সূত্রঃ কালের কন্ঠ, বাংলাদেশ প্রতিদিন।

Tag :
জনপ্রিয় সংবাদ

১০ লাখ টাকা চাঁদা দাবির কল রেকর্ড ভাইরাল, বিএনপি নেতা বহিষ্কার

ড্রাইভিং লাইসেন্সের জন্য বিআরটিএর অনেক ভাল কাজগুলো ঢাকা পড়ে যাচ্ছে, অপেক্ষায় ১৫ লাখ মানুষ

আপডেট টাইম : ০৪:২১:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুন ২০২১

ফারুক আহমেদ সুজন: ড্রাইভিং লাইসেন্সের জন্য বিআরটিএর অনেক ভালো কাজগুলো ঢাকা পড়ে যাচ্ছে,যা জনসাধারণ এর মাঝে ক্ষোভ সৃষ্টি হচ্ছে। ড্রাইভিং লাইসেন্স প্রত্যাশীরা পরীক্ষায় পাশ করেও বছরের-পর-বছর ঘুরছে তারা তাদের ড্রাইভিং লাইসেন্সের কার্ডটি হাতে পাচ্ছে না।

* চরম ভোগান্তিতে দেশে ও বিদেশে চাকুরিপ্রত্যাশীরা

* মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টার্স-এর কাছে জিম্মিবিআরটিএ

আবেদন করে পরীক্ষায় পাস করেও ড্রাইভিংলাইসেন্স পাচ্ছে না ১৫ লাখ মানুষ। ফলে চরমভোগান্তিতে পরেছে দেশে ও বিদেশে ড্রাইভিংচাকুরি প্রত্যাশীরা।’

মধ্যপ্রাচ্যে নিশ্চিত হওয়াচাকরি হাতছাড়া হয়ে যাচ্ছে লাইন্সেন্সের স্মার্টকার্ড না পাওয়ায়।’

মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টার্সএর কারনেই এই ভয়াবহ ভোগান্তি। চুক্তি হলেওএক বছরেও বিআরটিএ-

কে স্মার্ট কার্ডলাইসেন্স সরবরাহ করতে পারছে না তারা।বিশ্বের বিভিন্ন দেশে নিষেধাজ্ঞার কবলে থাকা ।

মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টার্সের কাছে জিম্মি হয়েপরেছে বিআরটিএ ও ১৫ লাখ ড্রাইভিং লাইসেন্সপ্রত্যাশী।

বিআরটিএ কর্মকর্তারা বলছেন, মাদ্রাজসিকিউরিটি প্রিন্টার্স-এর ব্যর্থতার কারণেড্রাইভিং লাইসেন্স দিতে না পারায় বিআরটিএ’রসব অর্জন ম্লান হয়ে গেছে।

পরীক্ষায় পাস করেও
বছরখানেক আগেআবেদন ও পরীক্ষায় পাস করেও অবধি ড্রাইভিংলাইসেন্স না পাওয়া ব্যক্তিদের ভোগান্তি চরমে।এখন পর্যন্ত প্রায় ১৫ লক্ষ মানুষ ড্রাইভিংলাইসেন্সের জন্য মাসের পর মাস অপেক্ষাকরছে।

এরমধ্যে প্রায় ১০ লক্ষ চালক
গাড়িচালাচ্ছেন বিআরটিএর ‘একনলেজমেন্ট স্লিপ’ দিয়ে। কিন্তু স্মার্ট ড্রাইভিং লাইসেন্স কার্ড নাপাওয়ায় সরকারি-বেসরকারি চাকরিতেআবেদন করতে পারছেন না তারা। শুধু তাই নয়এর কারণে দুই বছর ধরে বাংলাদেশ দক্ষ চালকরপ্তানীতে ব্যর্থ হচ্ছে।,

ফলে অন্যান্য দেশ সে স্থানদখল করে নিচ্ছে।

জানা যায়, ২০২০ সালের ২৯ জুলাই ভারতীয়কোম্পানি মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টার্স প্রাইভেটলিমিটেডের সঙ্গে পাঁচ বছরে ৪০ লক্ষ স্মার্ট কার্ডড্রাইভিং লাইসেন্স সরবরাহের শত কোটি টাকারচুক্তি সই করে বিআরটিএ।

এ চুক্তিতে মাদ্রাজসিকিউরিটি প্রিন্টার্স প্রাইভেট লিমিটেডেবাংলাদেশি এজেন্ট লজিক ফোরাম।’

চুক্তিঅনুসারে ২০২০ সালের ২৯ জুলাই থেকে দুইমাসের মধ্যে প্রিন্ট করা স্মার্ট লাইসেন্স কার্ডসরবরাহ করার কথা।করোনা পরিস্থিতিরকারনে সেই সময় বৃদ্ধি করে সাড়ে চার মাস করাহয়।

সেহিসেবে গত ডিসেম্বর থেকে প্রিন্ট করাস্মার্ট লাইসেন্স কার্ড সরবরাহ করার কথামাদ্রাজ সিকিউরিটি প্রিন্টার্স-এর। কিন্তু জুলাইথেকে এক বছরেও বিআরটিএ-কে সময়মতস্মার্ট কার্ড লাইসেন্স সরবরাহে ব্যর্থ হয়েছে। এমনকি ড্রাইভিং লাইসেন্সের নমুনাও দেখাতেপারেনি সংস্থাটি।

বিআরটিএ সূত্র জানায়,
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গত ডিসেম্বরে মাদ্রাজসিকিউরিটি প্রিন্টার্স প্রাইভেট লিমিটেডের কাছেড্রাইভিং লাইসেন্সের নমুনা দেখতে চান। কিন্তুসেই নমুনা তারা এখনো দেখাতে পারেনি। পরেসড়ক পরিবহন মন্ত্রনালয় থেকে খোজ নিয়েদেখা যায়, মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টার্স এখনপর্যন্ত সেন্ট্রাল এনরোলমেন্ট স্টেশন স্থাপনেরকাজই শেষ করতে পারেনি।’

এখনও জনবলনিয়োগ দেওয়া হয়নি বিভিন্ন জেলায়।স্টেশনস্থাপনের কাজেও শর্ত না মানার অভিযোগওআছে।

সূত্র জানায়, আগ্রহী বেশ কিছু প্রতিষ্ঠানকেউপেক্ষা করে কাজ দেয়া হয় মাদ্রাজসিকিউরিটি প্রিন্টার্সকে। অথচ সমস্ত শর্ত পূরণকরে ৪৫ (পয়তাল্লিশ) দিনের মধ্যে প্রাথমিকপ্রস্তুতি সম্পন্ন করতে পারা এবং মাসে দুই লাখড্রাইভিং লাইসেন্স কার্ড জনগণের হাতে পৌছেদিতে সক্ষম কোম্পানিও এক্ষেত্রে আবেদনকরেছিল।’

কিন্তু বহু অভিযোগে অভিযুক্ত এইকোম্পানিকেই শত কোটি টাকার ড্রাইভিংলাইসেন্সের স্মার্ট কার্ড প্রকল্পের কাজ দিয়েছেবিআরটিএ।

এজন্য চারবার সংশোধন করাহয়েছে দরপত্রের শর্ত এবং দরপত্র বাতিল করেবাদ দেয়া হয় যোগ্য কোম্পানীকে। প্রথম দরপত্রেফ্রান্সের প্রতিষ্ঠান সেল্্প সর্বনিম্ন দরদাতা হয়েদরপত্রের সকল শর্ত পূরণ করলেও তাদের কাজনা দিয়ে দ্বিতীয়বার দরপত্র আহ্বান করে কাজদেয়া হয় এই মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টার্স-কেই।’

বিভিন্ন দেশে নিষেধাজ্ঞায় মাদ্রাস সিকিউরিটিপ্রিন্টার্স: মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টার্স নিজ দেশভারতেই আধার কার্ড প্রকল্পে আজীবন নিষিদ্ধ।

ভারতের আধার কার্ড প্রকল্পে কাজ পেয়েছিলমাদ্রাজ সিকিউরিটি প্রিন্টার্স। কিন্তু নাগরিকদেরতথ্য বিক্রি করে দেয়। ফলে জোটে আজীবননিষেধাজ্ঞা। বের করে দেয়া হয় তেলেঙ্গানারসামাজিক সুরক্ষা সেবা ‘মিসেভা’ প্রকল্প থেকেও।’

ভবিষ্যতেও ভারতের কোন টেন্ডারে অংশ নিতেপারবেনা কোম্পানিটি। দুর্নাম কুড়িয়েছে ভারতেরবাইরেও।

আফ্রিকার দেশ কেনিয়াতে গ্রেফতারিপরোয়ানা ঝুলছে মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টার্সেরনয় পরিচালকের বিরুদ্ধে। শ্রীলঙ্কাতেও ঘুষ-

অনিয়মের মাধ্যমে কাজ বাগিয়ে নেয়ারঅভিযোগ আছে। মাদ্রাস সিকিউরিটি প্রিন্টার্সেরব্যর্থতা বাংলাদেশেও নতুন কোন ঘটনা নয়।

বাংলাদেশে ২০১৫ সালে বিএমইটির ইমিগ্রেশনকার্ড সরবরাহের দায়িত্ব পেয়েও ব্যর্থ হয়েছিলমাদ্রাজ সিকিউরিটি প্রিন্টার্স।

সূত্রঃ কালের কন্ঠ, বাংলাদেশ প্রতিদিন।