বাংলার খবর২৪.কম:তোবা গার্মেন্ট কারখানার অনশনরত শ্রমিকদের মিছিলে বাধা দিয়েছে পুলিশ। যদিও বিভিন্ন কারখানার শতশত শ্রমিক পুলিশের ব্যারিকেড ভেঙে রাস্তায় নেমে এসেছে।
শনিবার সকাল ১১টা থেকে বাড্ডার হোসেন মার্কেট এলাকায় অনশনরত শ্রমিকরা বিক্ষোভ দেখালেও তাদের রাস্তায় মিছিল বের করতে দেয়নি পুলিশ। পরে বিভিন্ন কারখানার শতশত শ্রমিক পুলিশের ব্যারিকেড ভেঙে বাড্ডার মূল সড়কে নেমে আসে। এতে ওই সড়কে একপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।
তোবা গার্মেন্টের অনশনরত শ্রমিকদের হোসেন মার্কেটের ভেতরে আটকে রেখেছে পুলিশ।
বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্ট শ্রমিক ফেডারেশন এর সভাপতি মাহবুবুর রহমান ইসমাইলসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা এ বিক্সোভ-মিছিলে রয়েছেন।
এ বিক্ষোভ মিছিল ঘিরে সকাল ৮টা থেকে সেখানে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বাড্ডা থানার ওসি এম এ জলিল জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকাল থেকেই সেখানে নারী পুলিশ, এপিসি, জলকামানসহ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
টানা ছয়দিন ধরে তোবা গ্রুপের পাঁচটি কারখানার শ্রমিকরা বকেয়া বেতন-বোনাসের দাবিতে অনশন চালিয়ে যাচ্ছেন। বিভিন্ন কারখানার শ্রমিক ও বিভিন্ন শ্রমিক সংগঠন তাদের আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে সেখানে অবস্থান করছে।