বাংলার খবর২৪.কম : রাজধানীর ভাষানটেকে বোনকে উত্যক্ত করার প্রতিবাদ করতে গিয়ে ভাই খুনের ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগে সংশ্লিষ্ট এলাকার পুলিশ ফাঁরির দায়িত্বে থাকা এসআই আনিসুর রহমানসহ ১৮ পুলিশকে সাময়িক বরখাস্ত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
মিরপুর জোনের উপ পুলিশ কমিশনার (ডিসি) নিসারুল আরিফ নিশ্চিত করেছেন।
তিনি আরো জানান, একজন এসআই, ৪ জন এএসআই এবং ১৩ জন কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
প্রসঙ্গত, গত শুক্রবার রাতে ভাষানটেকের গোলটেক এলাকায় নাসির হোসেনকে (২৫) লোহার পাইপ ও ইট দিয়ে পিটিয়ে হত্যা করে। নাসিরের স্কুলপড়ুয়া মামাতো বোনকে উত্যক্তের প্রতিবাদ করায় বখাটেরা নাসিরকে পিটিয়ে হত্যা করেছে। নাসিরের বড় ভাই মোশারফ হোসেন সাত বখাটের নাম উল্লেখ করে ভাষানটেক থানায় মামলা করেন। মামলায় মামাতো বোনকে উত্যক্তের প্রতিবাদ করায় বখাটেরা তার ভাইকে খুন করেছে বলে অভিযোগ করা হয়। ঘটনাটি ধামাচাপা দেওয়ার অভিযোগ উঠে ভাষানটেক থানা পুলিশের বিরুদ্ধে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান