প্রকাশ সরকার সুমন: রাজধানীর ডেমরায় রাষ্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধা শ্রী ভরত চন্দ্র দাসের (৭২) আন্তেস্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। শুক্রবার বেলা ১১ টার দিকে বাউলের বাজার শ্মশানে তার আন্তেস্টিক্রিয়া সম্পন্ন হয়। এ সময় রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান জানাতে উপস্থিত ছিলেন ঢাকা রাজস্ব সার্কেলের (ভূমি-ডেমরা) সহকারী কমিশনার মো.
নাজমুল হুসেইন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৭০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আতিকুর রহমান আতিক, ডেমরা থানা এলাকার অন্যান্য বীরমুক্তিযোদ্ধা,
পুলিশ, সাংবাদিক, রাজনৈতিক নেতাকর্মীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান-সামাজিক সংগঠন ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। মুক্তিযুদ্ধকালীন ডেমরার মোশারফ
গ্রুপের সহকারী গ্রুপ কমান্ডার বীরমুক্তিযোদ্ধা শ্রী সাধন চন্দ্র দাস জানায়,গত বৃহস্পতিবার রাতে ডেমরার স্থানীয় একটি হাসপাতালে বীরমুক্তিযোদ্ধা শ্রী ভরত চন্দ্র দাস মারা যান। এর আগে গত ১৪ মে মস্তিস্কে রক্তক্ষরণ হলে চিকিৎসার জন্য তাকে ঢাকার আগারগাঁও নিউরো সাইন্স ইন্সটিটিউটে চিকিৎসা দেওয়া হয়। ১৮ মে ওখান থেকে ক্যাথেটারসহ বাড়ীতে চলে আসেন ভরত চন্দ্র দাস। পরবর্তীতে গত বৃহস্পতিবার তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে ক্যাথেটার খোলা হলে আধা ঘন্টার মধ্যে তিনি মারা যান। তিনি আরও জানায়, আমার চাচাত বড় ভাই বীর মুক্তিযোদ্ধা শ্রী ভরত চন্দ্র দাস ও আমি ভারতের আসাম লায়লাপুর ক্যান্টনমেন্ট থেকে
মুক্তিযুদ্ধের ট্রেনিং নেই। ট্রেনিং শেষে তিনি ডেমরায় পাক হানাদার বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে অংশ নিয়ে দেশের জন্য বিশেষ অবদান রাখেন। তিনি স্ত্রী, দুই
মেয়ে ও এক ছেলেসহ অসংখ গুণগ্রাহী রেখে গেছেন।
শিরোনাম :
ডেমরায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা শ্রী ভরত চন্দ্র দাসের আন্তেস্টিক্রিয়া সম্পন্ন
- বাংলার খবর ডেস্ক :
- আপডেট টাইম : ০১:০০:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ মে ২০২১
- ১৫০৪ বার
Tag :
জনপ্রিয় সংবাদ