ডেস্ক : ঢাকা কেরানীগঞ্জ বিআরটিএ অফিস প্রাঙ্গন থেকে সিএনএস স্টাফ আরিফ কে অপহরন করে মুক্তি পনের অভিযোগ উঠেছে চিহ্নিত সন্ত্রাসী নিক্সন এর বিরুদ্ধে । যানা যায় বুধবার অফিস শেষ করে বিআরটিএ প্রাঙ্গন থেকে বের হওয়ার সময় কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেম (সিএনএস) লিমিটেড এর স্টাফ মোঃ আরিফ হোসেনকে ডাক দিয়ে থামায়। আরিফ থামতে গেলে নিক্সন বলে আমার মোটরসাইকেল এ ওঠ তার কারণ জানতে চাইলে সাথে সাথে তাকে মারধর করে পিস্তল ঠেকিয়ে মোটরসাইকেলে করে বিআরটিএ এর পিছনে নির্জন যায়গায় নিয়ে তার কাছে এক লক্ষ টাকা মুক্তি পন চাওয়া হয়। না দিলে তাকে মেরে ফেলার হুমকি দেয়। বিষয় টি যখন বিআরটিএ কৃর্তপক্ষ কে জানানো হয় তখন তারা সাথে সাথে কেরানীগঞ্জ থানায় জানায়। পুলিশ এসে ঘটনা স্থল থেকে আরিফ কে উদ্ধার করে এবং নিক্সন সহ তার সহযোগী রা পালিয়ে যাওয়ার সময় নিক্সনকে পুলিশ ধরে তাকে থানায় নিয়ে তার বিরুদ্ধে যথাযথ আইনে মামলা দেওয়া হয় । উল্লেখ্য নিক্সন স্হানীয় এক প্রভাবশালী উপজেলা চেয়ারম্যান এর নাম ব্যবহার করে বিভিন্ন অপকর্ম চালিয়ে যায় তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা সহ আরো অভিযোগ রয়েছে।
শিরোনাম :
বিআরটিএ’ র অফিস প্রাঙ্গন থেকে সি এন এস স্টাফ কে অপহরন
- বাংলার খবর ডেস্ক :
- আপডেট টাইম : ০৪:৫৪:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ মে ২০২১
- ১৬০১ বার
Tag :
জনপ্রিয় সংবাদ